রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতালের মাঝামাঝি এলাকায় প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল কাউয়ুম বলেন, বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এই ঘটনায় ৬-৭ জন আহত হন বলে জানান ওসি। তিনি বলেন, “আমাদের কাছে দুই পক্ষই অভিযোগ দিয়েছে। আমরা খতিয়ে দেখছি।”
শেরেবাংলা নগর থানার এসআই সাব্বির হোসেন বলেন, “যতটুকু জেনেছি, বিপ্লব যুবদলের এবং অপু কৃষকদলের সঙ্গে জড়িত।”
সংঘর্ষে দুই পক্ষের লোকজনই আহত হন। এদের মধ্যে অপু গ্রুপের সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদের চিকিৎসা দেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে।
ওসি আরও বলেন, হাসপাতালের টেন্ডার, অ্যাম্বুলেন্স ব্যবসা, ফুটপাথসহ হাসপাতালকেন্দ্রিক আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার, ০৩ মে ২০২৫
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতালের মাঝামাঝি এলাকায় প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল কাউয়ুম বলেন, বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এই ঘটনায় ৬-৭ জন আহত হন বলে জানান ওসি। তিনি বলেন, “আমাদের কাছে দুই পক্ষই অভিযোগ দিয়েছে। আমরা খতিয়ে দেখছি।”
শেরেবাংলা নগর থানার এসআই সাব্বির হোসেন বলেন, “যতটুকু জেনেছি, বিপ্লব যুবদলের এবং অপু কৃষকদলের সঙ্গে জড়িত।”
সংঘর্ষে দুই পক্ষের লোকজনই আহত হন। এদের মধ্যে অপু গ্রুপের সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদের চিকিৎসা দেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে।
ওসি আরও বলেন, হাসপাতালের টেন্ডার, অ্যাম্বুলেন্স ব্যবসা, ফুটপাথসহ হাসপাতালকেন্দ্রিক আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।