গাজীপুরের মোগরখাল এলাকায় রান্নাঘরে গ্যাস জমে আগুন লাগার ঘটনায় দগ্ধ শিশু তানজিলাও মারা গেছে। তানিজিলার মৃত্যুতে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন।
রোববার রাত ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ বছর বয়সী তানজিলার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। রাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ঘরে গ্যাস জমে গেলে চুলায় আগুন ধরানোর সময় বিস্ফোরণ ঘটে।
দগ্ধ পাঁচজনকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন সীমা নামে একজনের মৃত্যু হয়। এরপর ২৯ এপ্রিল মারা যান তাসলিমা। শনিবার সকালে মারা যায় শিশু আয়ান, তার পরদিন তার মা পারভীন। সর্বশেষ রোববার মারা গেলো শিশু তানজিলা।
নিহত পারভীনের স্বামী মাজহারুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি বাইরে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে দেখি আগুন লেগেছে। সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের মধ্যে জমে গিয়েছিল। চুলা জ্বালানোর সময়ই বিস্ফোরণ ঘটে।”
তিনি জানান, পারভীন ছিলেন তার স্ত্রী, আয়ান তাদের সন্তান এবং বাকিরাও ওই বাসার ভাড়াটিয়া ছিলেন।
সোমবার, ০৫ মে ২০২৫
গাজীপুরের মোগরখাল এলাকায় রান্নাঘরে গ্যাস জমে আগুন লাগার ঘটনায় দগ্ধ শিশু তানজিলাও মারা গেছে। তানিজিলার মৃত্যুতে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন।
রোববার রাত ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ বছর বয়সী তানজিলার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। রাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ঘরে গ্যাস জমে গেলে চুলায় আগুন ধরানোর সময় বিস্ফোরণ ঘটে।
দগ্ধ পাঁচজনকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন সীমা নামে একজনের মৃত্যু হয়। এরপর ২৯ এপ্রিল মারা যান তাসলিমা। শনিবার সকালে মারা যায় শিশু আয়ান, তার পরদিন তার মা পারভীন। সর্বশেষ রোববার মারা গেলো শিশু তানজিলা।
নিহত পারভীনের স্বামী মাজহারুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি বাইরে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে দেখি আগুন লেগেছে। সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের মধ্যে জমে গিয়েছিল। চুলা জ্বালানোর সময়ই বিস্ফোরণ ঘটে।”
তিনি জানান, পারভীন ছিলেন তার স্ত্রী, আয়ান তাদের সন্তান এবং বাকিরাও ওই বাসার ভাড়াটিয়া ছিলেন।