ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রধান কার্যালয় নগর ভবনের সব প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা।
এ ঘটনায় করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে এই বিক্ষোভ চলছে।
- তালাবদ্ধ নগর ভবন: শনিবার সকাল ৯টায় সমর্থকরা নগর ভবনের ৬৫টি দরজায় তালা লাগান। গত বৃহস্পতিবারও একইভাবে তালা ঝুলিয়ে বিক্ষোভ করা হয়েছিল।
- অবাঞ্ছিত ঘোষণা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
- সেবা ব্যাহত: নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিসসহ ডিএসসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়েও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করলেও এখনও তাকে শপথ না করানোর প্রতিবাদে এই আন্দোলন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের দায়িত্ব নেওয়ার পথে আইনি জটিলতা আছে কিনা তা খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
জনদুর্ভোগ
- নাগরিকরা বারবার এসেও মৃত্যুসনদ সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন।
- অনেকেই জন্মনিবন্ধনসহ জরুরি সেবা পেতে হিমশিম খাচ্ছেন।
আন্দোলনের চিত্র
- সমর্থকরা সকালে নগর ভবন ঘেরাও করে বেলা ১১টায় সচিবালয়ের দিকে মিছিল নিলেও পুলিশের ব্যারিকেডে থামতে বাধ্য হন।
- আগামী রোববারও এই বিক্ষোভ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের অবস্থান
ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অঘোষিত ছুটি পালন করছেন। স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসি প্রশাসন এখনও এই সংকট সমাধানে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
শনিবার, ১৭ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রধান কার্যালয় নগর ভবনের সব প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা।
এ ঘটনায় করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে এই বিক্ষোভ চলছে।
- তালাবদ্ধ নগর ভবন: শনিবার সকাল ৯টায় সমর্থকরা নগর ভবনের ৬৫টি দরজায় তালা লাগান। গত বৃহস্পতিবারও একইভাবে তালা ঝুলিয়ে বিক্ষোভ করা হয়েছিল।
- অবাঞ্ছিত ঘোষণা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
- সেবা ব্যাহত: নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিসসহ ডিএসসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়েও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করলেও এখনও তাকে শপথ না করানোর প্রতিবাদে এই আন্দোলন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের দায়িত্ব নেওয়ার পথে আইনি জটিলতা আছে কিনা তা খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
জনদুর্ভোগ
- নাগরিকরা বারবার এসেও মৃত্যুসনদ সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন।
- অনেকেই জন্মনিবন্ধনসহ জরুরি সেবা পেতে হিমশিম খাচ্ছেন।
আন্দোলনের চিত্র
- সমর্থকরা সকালে নগর ভবন ঘেরাও করে বেলা ১১টায় সচিবালয়ের দিকে মিছিল নিলেও পুলিশের ব্যারিকেডে থামতে বাধ্য হন।
- আগামী রোববারও এই বিক্ষোভ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের অবস্থান
ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অঘোষিত ছুটি পালন করছেন। স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসি প্রশাসন এখনও এই সংকট সমাধানে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।