ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার ( ২৪ মে) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শিশু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে।
সভাতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. আবুল কেনান, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. মেহেদী হাসান, ডা. জিননুরাইন নিউটন, ডা. মেহবুব কাদির, ডা. এরফানুল হক সিদ্দিকীসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ড্যাবকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পোস্টিংয়ে বঞ্চনার শিকার চিকিৎসকদের অধিকারের পক্ষে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত সাধারণ চিকিৎসক ও ভোটাররা দাবি জানান, যারা বিগত প্রায় ১৭ বছর ধরে ড্যাব তথা জাতীয়তাবাদী দলের সঙ্গে কোনো সংযোগ না রেখে স্বাচিপ তথা আওয়ামী লীগপন্থী সংগঠনের সঙ্গে আঁতাত করে পদোন্নতি ও অন্যান্য সুবিধা নিয়েছেন, এমনকি স্বাচিপের সদস্যপদ গ্রহণ করেছেন, তারা যেন ভবিষ্যতে ড্যাবের সদস্যপদ লাভ করতে না পারেন। নেতৃবৃন্দের কাছে তারা এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।
শনিবার, ২৪ মে ২০২৫
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার ( ২৪ মে) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শিশু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে।
সভাতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. আবুল কেনান, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. মেহেদী হাসান, ডা. জিননুরাইন নিউটন, ডা. মেহবুব কাদির, ডা. এরফানুল হক সিদ্দিকীসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ড্যাবকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পোস্টিংয়ে বঞ্চনার শিকার চিকিৎসকদের অধিকারের পক্ষে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত সাধারণ চিকিৎসক ও ভোটাররা দাবি জানান, যারা বিগত প্রায় ১৭ বছর ধরে ড্যাব তথা জাতীয়তাবাদী দলের সঙ্গে কোনো সংযোগ না রেখে স্বাচিপ তথা আওয়ামী লীগপন্থী সংগঠনের সঙ্গে আঁতাত করে পদোন্নতি ও অন্যান্য সুবিধা নিয়েছেন, এমনকি স্বাচিপের সদস্যপদ গ্রহণ করেছেন, তারা যেন ভবিষ্যতে ড্যাবের সদস্যপদ লাভ করতে না পারেন। নেতৃবৃন্দের কাছে তারা এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।