নোয়াখালীর সুবর্নচরে মা- মেয়েকে দলগত ধর্ষন
নোয়াখালীর সুবর্ণচরে মা ও মেয়ে ধর্ষনের ঘটনায় সর্বশেষ আসামি হারুনকে বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করে জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তি মুলক জবানবন্দি দেবেন বলে রাজী হলেও আদালতে গিয়ে জবানবন্দি দিতে অস্বীকার করে। তার পর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে হারুনকে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। আদেশের পর পরই আদালত থেকে হারুনকে রিমান্ডে নেয়া হয়।
২ দিন আগে ৪ দিনের রিমান্ড মন্জুর হওয়া চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বারকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারাগার থেকে জিগ্ঘাসা বাদের জন্য থানায় নেয়া হয়নি।
নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মামলার এজাহারে উল্লেখিত আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বার ও মেহেরাজকে গ্রেপ্তারের পর মেহেরাজ দোষ স্বীকার করে জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তি মুলক জবানবন্দি দিয়েছে এবং মূল আসামী আবুল খায়ের মুনসী স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিতে রাজী না হওয়ায় তদন্ত কর্মকর্তা তার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করার জন্য রিমান্ড মন্জুর করেছেন। বৃহশ্পতিবার দুপুরে পুলিশ আসামি হারুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর সে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজী হয়। কিন্তু আদালতে নেয়ার পর হারুন জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তিমুলক জবানবন্দি দিতে অস্বীকার করে। তার পর তদন্তকারী কর্মকর্তা তাকে জিগ্ঘাসা বাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন।
তিনি বলেন, এ মামলায় সকল আসামী গ্রেপ্তার হয়েছে , সকল আলামত জব্দ করা হয়েছে। আসামি মেহেরাজ ইতিমধ্যে জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তি মুলক জবানবন্দি দিয়েছে। আশা করা যাচ্চে আসামী হারুন ও আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বার ও জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তিমুলক জবানবন্দি দেবেন।
তিনি বলেন পুলিশ দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি আশা করেন এ মামলার তদন্ত শেষে দ্রুততম সময়ে আদালতে চার্জশীট দেয়া হবে।
৫ ফ্রেব্রয়ারী সুবর্ণচরে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষনের রায়ে ১০ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের দিন রাতে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বারের নেতৃত্বে একই এলাকার গরুচোর হারুন ও মেহেরাজ সিঁধ কেটে ঘরে ডুকে মা মেয়েকে ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম মা বাদি হয়ে চার জব্বার থানায় চার ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বার কে প্রধান আসামি করে মামলা করেন।
নোয়াখালীর সুবর্নচরে মা- মেয়েকে দলগত ধর্ষন
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৪
নোয়াখালীর সুবর্ণচরে মা ও মেয়ে ধর্ষনের ঘটনায় সর্বশেষ আসামি হারুনকে বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করে জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তি মুলক জবানবন্দি দেবেন বলে রাজী হলেও আদালতে গিয়ে জবানবন্দি দিতে অস্বীকার করে। তার পর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে হারুনকে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। আদেশের পর পরই আদালত থেকে হারুনকে রিমান্ডে নেয়া হয়।
২ দিন আগে ৪ দিনের রিমান্ড মন্জুর হওয়া চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বারকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারাগার থেকে জিগ্ঘাসা বাদের জন্য থানায় নেয়া হয়নি।
নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মামলার এজাহারে উল্লেখিত আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বার ও মেহেরাজকে গ্রেপ্তারের পর মেহেরাজ দোষ স্বীকার করে জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তি মুলক জবানবন্দি দিয়েছে এবং মূল আসামী আবুল খায়ের মুনসী স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিতে রাজী না হওয়ায় তদন্ত কর্মকর্তা তার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করার জন্য রিমান্ড মন্জুর করেছেন। বৃহশ্পতিবার দুপুরে পুলিশ আসামি হারুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর সে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজী হয়। কিন্তু আদালতে নেয়ার পর হারুন জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তিমুলক জবানবন্দি দিতে অস্বীকার করে। তার পর তদন্তকারী কর্মকর্তা তাকে জিগ্ঘাসা বাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন।
তিনি বলেন, এ মামলায় সকল আসামী গ্রেপ্তার হয়েছে , সকল আলামত জব্দ করা হয়েছে। আসামি মেহেরাজ ইতিমধ্যে জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তি মুলক জবানবন্দি দিয়েছে। আশা করা যাচ্চে আসামী হারুন ও আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বার ও জুডিশিয়াল আদালতের হাকিমের নিকট স্বিকোরক্তিমুলক জবানবন্দি দেবেন।
তিনি বলেন পুলিশ দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি আশা করেন এ মামলার তদন্ত শেষে দ্রুততম সময়ে আদালতে চার্জশীট দেয়া হবে।
৫ ফ্রেব্রয়ারী সুবর্ণচরে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষনের রায়ে ১০ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের দিন রাতে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বারের নেতৃত্বে একই এলাকার গরুচোর হারুন ও মেহেরাজ সিঁধ কেটে ঘরে ডুকে মা মেয়েকে ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম মা বাদি হয়ে চার জব্বার থানায় চার ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুনসী মেম্বার কে প্রধান আসামি করে মামলা করেন।