বাগেরহাটের মোংলা উপজেলার বন্দর আইডিয়াল মাদ্রাসায় এক ছাত্র (১১) কে নিজ কক্ষে নিয়ে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক হাফেজ শাহরিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিশু ছাত্রটির পিতা মোংলা পৌরসভার কলেজ রোড এলাকার অস্থায়ী বাসিন্দা মোঃ সিফাত উল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার মোংলা থানায় অভিযোগটি দায়ের করেন।
ওই অভিযোগের বরাত দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, মোংলা বন্দর আইডিয়াল মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ শাহরিয়ার গত ৬ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে ওই মাদ্রাসারই ছাত্রকে তার কক্ষে ডেকে নিয়ে বিবস্ত্র করে বলাৎকারের চেষ্টা করলে ছাত্রটি ডাক-চিৎকার দেয়।
এক পর্যায়ে শিশু ছাত্রটিকে বালিশে মুখ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। পরে বিষয়টি বাসায় গিয়ে ছাত্রটি তার মাকে বলে এবং অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানির পর বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে তার কোন পদক্ষেপ নেয়নি। শিশুটির পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মোংলা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ এ অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে বাগেরহাট পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক ( ডিআইও -১) সৈয়দ বাবুল আক্তার জানান।
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
বাগেরহাটের মোংলা উপজেলার বন্দর আইডিয়াল মাদ্রাসায় এক ছাত্র (১১) কে নিজ কক্ষে নিয়ে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক হাফেজ শাহরিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিশু ছাত্রটির পিতা মোংলা পৌরসভার কলেজ রোড এলাকার অস্থায়ী বাসিন্দা মোঃ সিফাত উল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার মোংলা থানায় অভিযোগটি দায়ের করেন।
ওই অভিযোগের বরাত দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, মোংলা বন্দর আইডিয়াল মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ শাহরিয়ার গত ৬ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে ওই মাদ্রাসারই ছাত্রকে তার কক্ষে ডেকে নিয়ে বিবস্ত্র করে বলাৎকারের চেষ্টা করলে ছাত্রটি ডাক-চিৎকার দেয়।
এক পর্যায়ে শিশু ছাত্রটিকে বালিশে মুখ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। পরে বিষয়টি বাসায় গিয়ে ছাত্রটি তার মাকে বলে এবং অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানির পর বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে তার কোন পদক্ষেপ নেয়নি। শিশুটির পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মোংলা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ এ অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে বাগেরহাট পুলিশ অফিসের পুলিশ পরিদর্শক ( ডিআইও -১) সৈয়দ বাবুল আক্তার জানান।