সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ আদেশ দেন। আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই মামলাতেই একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে গত ৬ মে চিন্ময়কে মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। এর মধ্যে একটি ছিল আইনজীবী আলিফের ভাইয়ের দায়ের করা হত্যা মামলা এবং বাকি তিনটি ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতার ঘটনায় করা পুলিশি মামলা।
২০২৩ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত প্রাঙ্গণে সহিংস বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী আলিফ নিহত হন। এ ঘটনায় পৃথক পাঁচটি মামলা হয়, যাতে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণকে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায়। হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগের স্থগিতাদেশে তার মুক্তি থমকে যায়।
---
রোববার, ১৮ মে ২০২৫
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ আদেশ দেন। আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই মামলাতেই একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে গত ৬ মে চিন্ময়কে মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। এর মধ্যে একটি ছিল আইনজীবী আলিফের ভাইয়ের দায়ের করা হত্যা মামলা এবং বাকি তিনটি ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতার ঘটনায় করা পুলিশি মামলা।
২০২৩ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত প্রাঙ্গণে সহিংস বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী আলিফ নিহত হন। এ ঘটনায় পৃথক পাঁচটি মামলা হয়, যাতে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণকে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায়। হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগের স্থগিতাদেশে তার মুক্তি থমকে যায়।
---