ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিজিবি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত।
সোমবার (২০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের করা আবেদনে বলা হয়, সাফিনুল ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন—এই প্রেক্ষিতে তা অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে ২৩ এপ্রিল একই আদালত সাফিনুল, তার স্ত্রী ও ছেলের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন, যাতে জমা রয়েছে প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।
২০১৮ সালের ২৮ মার্চ থেকে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল (অব.) সাফিনুল। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৩ মার্চ তার ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়। ৯ মে দুদক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে।
সোমবার, ১৯ মে ২০২৫
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিজিবি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত।
সোমবার (২০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের করা আবেদনে বলা হয়, সাফিনুল ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন—এই প্রেক্ষিতে তা অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে ২৩ এপ্রিল একই আদালত সাফিনুল, তার স্ত্রী ও ছেলের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন, যাতে জমা রয়েছে প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।
২০১৮ সালের ২৮ মার্চ থেকে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল (অব.) সাফিনুল। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৩ মার্চ তার ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়। ৯ মে দুদক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে।