রাজধানীর সেন্ট্রাল রোডের ‘ভূতের গলি’ এলাকায় প্রকাশ্যে এক যুবককে এলোপাতাড়ি কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত ওই যুবক সাইফ হোসেন মুন্না (৩৫), যিনি বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
হামলার ঘটনায় মুন্নার বোন জামিলা কবির লাবনী নিউমার্কেট থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এছাড়া অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ভিডিওতে যা দেখা গেছে
রোববার (১৯ মে) রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল রোডের সুমাইয়া হোটেলের সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়:
মুন্নাকে রাস্তার ওপর ফেলে দেওয়া হয়,পরে মোটরসাইকেলে আসা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে,হামলা চলে প্রায় ২ মিনিট,আশেপাশে মানুষজন থাকলেও কেউ বাধা দেয়নি ।
অবস্থা সংকটাপন্ন
মুন্নাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, মুন্নার হাত ও পায়ে গভীর কোপের আঘাত রয়েছে, শরীরের বিভিন্ন জায়গায়ও জখম আছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, “হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”
এজাহারে অভিযুক্তদের নাম: শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১),মোবারক (৩৩)।
একই এলাকায় অতীতেও এমন হামলা
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি একই থানার আওতায় এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে কম্পিউটার ব্যবসায়ী এহতেসামুল হক ও ওয়াহিদুল হাসান দিপুকে একইভাবে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা। সেই ঘটনার ভিডিওও ভাইরাল হয়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
---
মঙ্গলবার, ২০ মে ২০২৫
রাজধানীর সেন্ট্রাল রোডের ‘ভূতের গলি’ এলাকায় প্রকাশ্যে এক যুবককে এলোপাতাড়ি কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত ওই যুবক সাইফ হোসেন মুন্না (৩৫), যিনি বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
হামলার ঘটনায় মুন্নার বোন জামিলা কবির লাবনী নিউমার্কেট থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এছাড়া অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ভিডিওতে যা দেখা গেছে
রোববার (১৯ মে) রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল রোডের সুমাইয়া হোটেলের সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়:
মুন্নাকে রাস্তার ওপর ফেলে দেওয়া হয়,পরে মোটরসাইকেলে আসা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে,হামলা চলে প্রায় ২ মিনিট,আশেপাশে মানুষজন থাকলেও কেউ বাধা দেয়নি ।
অবস্থা সংকটাপন্ন
মুন্নাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, মুন্নার হাত ও পায়ে গভীর কোপের আঘাত রয়েছে, শরীরের বিভিন্ন জায়গায়ও জখম আছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, “হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”
এজাহারে অভিযুক্তদের নাম: শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১),মোবারক (৩৩)।
একই এলাকায় অতীতেও এমন হামলা
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি একই থানার আওতায় এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে কম্পিউটার ব্যবসায়ী এহতেসামুল হক ও ওয়াহিদুল হাসান দিপুকে একইভাবে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা। সেই ঘটনার ভিডিওও ভাইরাল হয়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
---