রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ইটাকুমারী ইউনিয়ন ছাত্র॥দলের সাধারণ সম্পা॥দক শামিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) ॥দুপুরে তাকে আ॥দালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামিম মিয়া উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্ন॥দানগর ইউনিয়নের হরিচরন আমতলা এলাকায় সরকারি একটি আমগাছ নিলামে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সেকে›॥দার আলী। কিন্তু গাছটি কাটতে গেলে শামিমসহ কয়েকজন বাধা দেন এবং ৫০ হাজার টাকা চাঁ॥দা ॥দাবি করেন। পরে সেকে›॥দার আলী থানায় মামলা করলে পুলিশ শামিমকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার উপপরি॥দর্শক (এসআই) শফিকুল ইসলাম আক›॥দ বলেন, ‘চাঁ॥দা ॥দাবির অভিযোগে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।থ
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘গ্রেপ্তার শামিমকে মঙ্গলবার আ॥দালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য॥েদর গ্রেপ্তারে অভিযান চলছে।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ইটাকুমারী ইউনিয়ন ছাত্র॥দলের সাধারণ সম্পা॥দক শামিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) ॥দুপুরে তাকে আ॥দালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামিম মিয়া উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্ন॥দানগর ইউনিয়নের হরিচরন আমতলা এলাকায় সরকারি একটি আমগাছ নিলামে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সেকে›॥দার আলী। কিন্তু গাছটি কাটতে গেলে শামিমসহ কয়েকজন বাধা দেন এবং ৫০ হাজার টাকা চাঁ॥দা ॥দাবি করেন। পরে সেকে›॥দার আলী থানায় মামলা করলে পুলিশ শামিমকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার উপপরি॥দর্শক (এসআই) শফিকুল ইসলাম আক›॥দ বলেন, ‘চাঁ॥দা ॥দাবির অভিযোগে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।থ
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘গ্রেপ্তার শামিমকে মঙ্গলবার আ॥দালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য॥েদর গ্রেপ্তারে অভিযান চলছে।