রুমমেটকে ‘হত্যাচেষ্টার’ মামলায় কারাগারে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের ভোটাধিকারের বিষয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, জালালের গ্রেপ্তার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সে কারণে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।
টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী জালাল হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আবাসিক ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর ও ভাঙা টিউব লাইট দিয়ে আঘাত করার অভিযোগে রক্তাক্ত করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করেন। মুহসীন হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বুধবার শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
ওই মামলায় বিকালে জালালকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জালালের ভোটাধিকারের বিষয়ে আলোচনা শুরু হয় ক্যাম্পাসে। এ বিষয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, "জালাল আহমেদের বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কোনো পক্ষ থেকেও আমাদের কাছে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি নিয়ে বসব। তারপর নিয়ম অনুযায়ী যা করার, তা করা হবে।"
ডাকসুর গঠনতন্ত্রের ৪ (জি) ধারা অনুযায়ী একজন শিক্ষার্থী ভোটার হতে পারলেই তিনি ডাকসু বা হল সংসদে প্রার্থী হতে পারেন। চলতি বছর ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে ভোটার হওয়ার শর্ত নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকলে ভোটার হতে পারবেন।
গঠনতন্ত্রের ৪ (বি) ধারায় বলা হয়েছে, “ছাত্র সংসদের নির্বাচনের উদ্দেশ্যসাধনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে বোঝাবে এবং অন্তর্ভুক্ত করবে, যারা স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর বা এমফিলে অধ্যয়ন করছেন; যারা কোনো হলের আবাসিক বা হলের সঙ্গে সংযুক্ত এবং যাদেরকে বিশ্ববিদ্যালয় সরাসরি পাঠদান করছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে হল থেকে বহিষ্কার করা হলেও তার ছাত্রত্ব থাকতে পারে। তবে কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। বুধবার সিন্ডিকেটের একটি সভা অনুষ্ঠিত হবে।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
রুমমেটকে ‘হত্যাচেষ্টার’ মামলায় কারাগারে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের ভোটাধিকারের বিষয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, জালালের গ্রেপ্তার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সে কারণে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।
টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী জালাল হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আবাসিক ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর ও ভাঙা টিউব লাইট দিয়ে আঘাত করার অভিযোগে রক্তাক্ত করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করেন। মুহসীন হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বুধবার শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
ওই মামলায় বিকালে জালালকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জালালের ভোটাধিকারের বিষয়ে আলোচনা শুরু হয় ক্যাম্পাসে। এ বিষয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, "জালাল আহমেদের বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কোনো পক্ষ থেকেও আমাদের কাছে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি নিয়ে বসব। তারপর নিয়ম অনুযায়ী যা করার, তা করা হবে।"
ডাকসুর গঠনতন্ত্রের ৪ (জি) ধারা অনুযায়ী একজন শিক্ষার্থী ভোটার হতে পারলেই তিনি ডাকসু বা হল সংসদে প্রার্থী হতে পারেন। চলতি বছর ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে ভোটার হওয়ার শর্ত নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকলে ভোটার হতে পারবেন।
গঠনতন্ত্রের ৪ (বি) ধারায় বলা হয়েছে, “ছাত্র সংসদের নির্বাচনের উদ্দেশ্যসাধনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে বোঝাবে এবং অন্তর্ভুক্ত করবে, যারা স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর বা এমফিলে অধ্যয়ন করছেন; যারা কোনো হলের আবাসিক বা হলের সঙ্গে সংযুক্ত এবং যাদেরকে বিশ্ববিদ্যালয় সরাসরি পাঠদান করছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে হল থেকে বহিষ্কার করা হলেও তার ছাত্রত্ব থাকতে পারে। তবে কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। বুধবার সিন্ডিকেটের একটি সভা অনুষ্ঠিত হবে।