রংপুরের পীরগাছায় ৩০টি গাঁজার গাছসহ হারুন মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ইটাকুমারী ইউপির খামার বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইটাকুমারী বটতলা বাজার এলাকার হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠানে শুকাতে দেয়া অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার বড়ভিটা গ্রামের শাহ আলীর (৩৫) জমিতে অভিযান চালিয়ে কলাগাছের বাগান থেকে ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় মোট ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনার পর হারুন মিয়াকে গ্রেপ্তার করা হলেও শাহ আলী পলাতক রয়েছেন।
পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
রংপুরের পীরগাছায় ৩০টি গাঁজার গাছসহ হারুন মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ইটাকুমারী ইউপির খামার বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইটাকুমারী বটতলা বাজার এলাকার হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠানে শুকাতে দেয়া অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার বড়ভিটা গ্রামের শাহ আলীর (৩৫) জমিতে অভিযান চালিয়ে কলাগাছের বাগান থেকে ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় মোট ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনার পর হারুন মিয়াকে গ্রেপ্তার করা হলেও শাহ আলী পলাতক রয়েছেন।
পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।