alt

news » crime-corruption

এইচআরএসএসের আলোচনা

গুমের বিচার হবে কিনা, তা নিয়ে সংশয় আছে: মাইকেল চাকমা

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গুমের ঘটনার বিচার করবে- এমন প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেছেন গুমের শিকার হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাজনৈতিক সংগঠক মাইকেল চাকমা। তিনি বলেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছর পেরোনোর পর এ বিচার আর হবে কিনা, তা নিয়ে তাদের সংশয় আছে।

শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় গুমের শিকার মাইকেল চাকমা এ কথা বলেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

আলোচনা সভায় এইচআরএসএসের পক্ষ থেকে সরকারের কাছে নিখোঁজ ব্যক্তিদের তথ্য ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন, গুমের ঘটনা তদন্তের জন্য গঠিত গুম কমিশনকে আরও শক্তিশালী ও স্থায়ী করা, আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। আলোচনা সভায় ধারণাপত্র পাঠ করেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং সাত দফা দাবি উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আইনজীবী সারা হোসেন বলেন, দুই বছর আগে যখন গুম নিয়ে কথা বলা হতো, তখন ভয় কাজ করতো। বিচারের কোনো আশা ছিল না। কিন্তু এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তবে ভুক্তভোগীরা যাদের কাছে বিচার চাইবেন, সেই প্রতিষ্ঠানগুলো এখনও পরিবর্তন হয়নি। কাজেই একই পরিস্থিতি আবার আসবে কিনা, তা নিজেদের প্রশ্ন করতে হবে। আর বিচার চাইতে গিয়ে যাতে নতুন কোনো অবিচার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে।

২০১৫ সালে গুমের শিকার হন মো. আল আমিন ও জেসমিন নাহার দম্পতি। তারাও এ আলোচনা সভায় অংশ নিয়ে তাদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন। তুলে নিয়ে যাওয়ার সময় গোপনে চোখ খুলে গুমকারীদের পরিচয় র?্যাব-১৩ বলে জানতে পেরেছিলেন জেসমিন নাহার। তিনি বলেন, র‌্যাব সদস্যরা বিষয়টি দেখে ফেলে। এ কারণে শাস্তি হিসেবে তাকে প্রতিদিন দুই বেলা মারধর করা হতো। শরীরে ব্লেড দিয়ে কেটে লবণ লাগানো হতো, ঊরুতে এখনও সেই দাগ আছে। কোনো নারী দেখতে চাইলে তিনি সেই দাগ দেখিয়ে প্রমাণ দিতে পারবেন জানিয়ে বলেন, ‘এখনও কোনো বিচার পাইনি। উল্টো আগের স্বৈরাচারদের কাছ থেকে হুমকি পাচ্ছি।’ আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান লিটন বলেন, গুম কমিশন কিছু কাজ করছে, যা শিগগির প্রতিফলিত হবে। তবে মনস্তাত্ত্বিক যে ফ্যাসিজম আছে, সেটাও বিলুপ্ত করতে হবে।

গুমের শিকার ব্যক্তিদের এখনও জবাব দেয়ার মতো কিছু করা যায়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মঈনুল করিম। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যাতে এ সংস্কৃতি আর কখনো ফিরে না আসে। আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, গুমের প্রকৃত চিত্র খুব অল্পই জনসমক্ষে এসেছে। কোনো সভ্য দেশ ও মানুষ এ ঘটনাপ্রবাহ মেনে নিতে পারে না। জামায়াতে ইসলামী গুমের শিকার ভুক্তভোগী ও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ করে এহসানুল মাহবুব বলেন, গুমের শিকার ব্যক্তিদের আইনি, আর্থিক ও সামাজিক সহায়তার পাশাপাশি এ সংস্কৃতি যেন আর ফিরে না আসে, তা নিশ্চিতে কাজ করবেন তারা।

সরকার পরিবর্তনের এক বছর পরেও গুমের শিকার ব্যক্তিরা বঞ্চনার শৃঙ্খল থেকে বের হতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান। সরকারেরপ্রতি আহ্বান জানিয়ে হুমা খান বলেন, গুমের শিকার ভুক্তভোগী ও পরিবারকে যেন সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়। পাশাপাশি গুম সংস্কৃতির পুনরাবৃত্তি রোধে দায়িত্বশীলতার সঙ্গে সব পদক্ষেপ নিতে হবে।

আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তা নিয়ে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নানা তৎপরতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, তারা ডিজিএফআই ও এনএসআই সংস্কার করার কথা বলেছিলেন। যেসব সদস্য গত ১৫ বছরে খুন-গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের তালিকা করে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, পুরনো সেই কাঠামো ঠিক রেখে নির্বাচনে যাওয়া মানে নির্বাচনকে তারা নিজেদের মতো প্রভাবিত করবে।

বিএনপির ‘কুসুম কুসুম বক্তব্য’ এনসিপি সন্দেহের চোখে দেখে উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, বিএনপির জোরালো কোনো বক্তব্য দেখা যায় না। তারা যেভাবে নির্বাচন করতে সরকারকে বাধ্য করে, তেমনি এ বিচারকে বাধ্য করার জন্য যতটুকু প্রতিবাদ করা উচিত, মিছিল করা উচিত, বক্তব্য দেয়া উচিত, তা দেখা যায় না।

আগামী দিনে ক্ষমতার পালাবদল থেকে রাজনীতির প্রতিটি বিষয় রাজনীতিবিদেরা জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে উল্লেখ করে আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে বিদেশি কোনো এস্টাবলিশমেন্টের নাক গলানোর চেষ্টা আর বরদাশত করা হবে না। বিএনপি নেতাকর্মীরা বিগত সময়ে সবচেয়ে বেশি মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে মানবাধিকার, আইনের শাসন ও বাক্?স্বাধীনতা নিশ্চিত করেই দেশ পরিচালনা করবে। বিএনপি শহীদ ও গুম হওয়া পরিবারকে আর্থিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেবে। পাশাপাশি ভুক্তভোগীদের নামে বিভিন্ন স্থাপনা নির্মাণ করবে বলেও উল্লেখ করেছেন তিনি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিষদ সদস্য মাবরুক মোহাম্মদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গুমবিষয়ক তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, ২০১৭ সালে ধানমন্ডি থেকে নিখোঁজ হওয়া ইশরাক আহমেদের বাবা জামালউদ্দীন আহম্মেদ, ২০১৩ সালে মোহাম্মদপুর থেকে গুমের শিকার হাফেজ জাকিরের ভাই জিয়াউর রহমান, রাজশাহী থেকে গুমের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিদুলের ভাই শহীদুল ইসলাম, রাজশাহী থেকে গুম হওয়া গোলাম মর্তুজা, ২০২৩ সালে ধামরাই থেকে গুম হওয়া রহমত উল্লাহ, ২০১৪ সালে রংপুর থেকে গুম হওয়া আবদুল বাসেত, ২০১৪ সালে নীলফামারী থেকে গুমের শিকার আতিকুর রহমানের ভাই আশিকুর রহমান প্রমুখ।

ছবি

যমেক: এসি ও প্রজেক্টর চুরিতে তুমুল হইচই

ছবি

আইন অমান্য করায় ১২২ জেলে আটক

ছবি

উপদেষ্টা হতে সমন্বয়ককে ২শ’ কোটির চেক, ‘সত্যতা’ পেয়েছে দুদক

পীরগাছায় বাড়ির উঠোনে শুকোচ্ছে গাঁজা, কলাবাগানে লুকানো ৩০ গাছ

ছবি

চট্টগ্রাম থেকে স্কুলছাত্রীকে অপহরণ, কক্সবাজারে উদ্ধার

ছবি

জনশক্তি রপ্তানি ‘সিন্ডিকেট’: লে. জে. (অব.) মাসুদ উদ্দিনসহ ৩৩ জনের বিরুদ্ধে ‘মানিলন্ডারিং’ মামলা

ছবি

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: সামুরাই-চাপাতিসহ গ্রেপ্তার ১১

ছবি

আরেক সাবেক এমপির অফিসে চাঁদাবাজি: ‘বৈষম্যবিরোধী’ সেই ৪ নেতা রিমান্ডে

ছবি

কারাগারে থাকা জ্বালাময়ী জালালের ভোটাধিকারের বিষয়ে নিশ্চিত নয় ডাকসু

ছবি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহর পাঁচ দিনের রিমান্ড

পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি

চার মামলায় দণ্ড: কারাগারে বিএনপি নেতা মামুন হাসান

ছবি

সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করলো মন্ত্রিপরিষদ তদন্ত কমিটি

ছবি

মহিলা পরিষদের প্রতিবেদন: ৬ মাসেই ধর্ষণের ঘটনা গত বছরের প্রায় সমান

ছবি

ঢাকা বিমানবন্দর: সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার নাগরিক গ্রেপ্তার

ছবি

ফরিদপুরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি

৩১০ টাকার বিদ্যুৎ বিল ৩ লক্ষাধিক টাকা!

ছবি

সিরাজগঞ্জে স্বর্ণ চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার

ছবি

যুবদল নেতা মাসুদ রানা হত্যা: ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছবি

সৈকতে নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণে টিকটকার গ্রেপ্তার

ছবি

সহকর্মীকে ধর্ষণের অভিযোগ : আদালতে বিয়ে করার ইচ্ছা প্রকাশ, কারাগারে পাঠানো হলো কনস্টেবল সাফিউরকে

ছবি

ছাগলকান্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন

ছবি

চলন্ত বাসে কুবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, দুজনের কারাদণ্ড

ছবি

বিমানের চাকা বেসরকারি এয়ারলাইন্সে দেওয়ার ঘটনায় দুই কর্মীর চাকরিচ্যুতি

ফার্স্ট সিকিউরিটির ১১০ কোটি টাকার ঋণ জালিয়াতি: সিকদার পরিবার ও এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে স্কুল ফটকে শিক্ষকের উপর ছুরি হামলা ছাত্রীর

মৌলভীবাজারের ব্যবসায়ি রুবেল ছুরিকাঘাতে খুন , গ্রেফতার ১

ছবি

এক্সিম ব্যাংকের ৮৫৮ কোটি টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি

ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড

ছবি

বনানীর সিসা বারে রাব্বি খুন: কুমিল্লা থেকে আরও দুইজন গ্রেপ্তার

ছবি

যৌথ অভিযান: ভোলাগঞ্জের লুট হওয়া বিপুল সাদা পাথর ডেমরায় জব্দ

ছবি

সাদাপাথর লুট: হাই কোর্ট সাত দিনের মধ্যে পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের নির্দেশ

ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় শামীমা নূর পাপিয়া ও স্বামী সুমনকে সারে তিন বছরের কারাদণ্ড

ছবি

পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ মামলার রায় বৃহস্পতিবার

ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

ছবি

চানখাঁরপুলে ছয়জন নিহত: পুলিশের পোশাকধারীদের ‘হিন্দি ভাষায়’ কথা বলার দাবি এক সাক্ষীর

tab

news » crime-corruption

এইচআরএসএসের আলোচনা

গুমের বিচার হবে কিনা, তা নিয়ে সংশয় আছে: মাইকেল চাকমা

সংবাদ অনলাইন রিপোর্ট

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকার গুমের ঘটনার বিচার করবে- এমন প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেছেন গুমের শিকার হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাজনৈতিক সংগঠক মাইকেল চাকমা। তিনি বলেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছর পেরোনোর পর এ বিচার আর হবে কিনা, তা নিয়ে তাদের সংশয় আছে।

শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় গুমের শিকার মাইকেল চাকমা এ কথা বলেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

আলোচনা সভায় এইচআরএসএসের পক্ষ থেকে সরকারের কাছে নিখোঁজ ব্যক্তিদের তথ্য ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন, গুমের ঘটনা তদন্তের জন্য গঠিত গুম কমিশনকে আরও শক্তিশালী ও স্থায়ী করা, আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। আলোচনা সভায় ধারণাপত্র পাঠ করেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং সাত দফা দাবি উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আইনজীবী সারা হোসেন বলেন, দুই বছর আগে যখন গুম নিয়ে কথা বলা হতো, তখন ভয় কাজ করতো। বিচারের কোনো আশা ছিল না। কিন্তু এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তবে ভুক্তভোগীরা যাদের কাছে বিচার চাইবেন, সেই প্রতিষ্ঠানগুলো এখনও পরিবর্তন হয়নি। কাজেই একই পরিস্থিতি আবার আসবে কিনা, তা নিজেদের প্রশ্ন করতে হবে। আর বিচার চাইতে গিয়ে যাতে নতুন কোনো অবিচার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে।

২০১৫ সালে গুমের শিকার হন মো. আল আমিন ও জেসমিন নাহার দম্পতি। তারাও এ আলোচনা সভায় অংশ নিয়ে তাদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন। তুলে নিয়ে যাওয়ার সময় গোপনে চোখ খুলে গুমকারীদের পরিচয় র?্যাব-১৩ বলে জানতে পেরেছিলেন জেসমিন নাহার। তিনি বলেন, র‌্যাব সদস্যরা বিষয়টি দেখে ফেলে। এ কারণে শাস্তি হিসেবে তাকে প্রতিদিন দুই বেলা মারধর করা হতো। শরীরে ব্লেড দিয়ে কেটে লবণ লাগানো হতো, ঊরুতে এখনও সেই দাগ আছে। কোনো নারী দেখতে চাইলে তিনি সেই দাগ দেখিয়ে প্রমাণ দিতে পারবেন জানিয়ে বলেন, ‘এখনও কোনো বিচার পাইনি। উল্টো আগের স্বৈরাচারদের কাছ থেকে হুমকি পাচ্ছি।’ আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান লিটন বলেন, গুম কমিশন কিছু কাজ করছে, যা শিগগির প্রতিফলিত হবে। তবে মনস্তাত্ত্বিক যে ফ্যাসিজম আছে, সেটাও বিলুপ্ত করতে হবে।

গুমের শিকার ব্যক্তিদের এখনও জবাব দেয়ার মতো কিছু করা যায়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মঈনুল করিম। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যাতে এ সংস্কৃতি আর কখনো ফিরে না আসে। আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, গুমের প্রকৃত চিত্র খুব অল্পই জনসমক্ষে এসেছে। কোনো সভ্য দেশ ও মানুষ এ ঘটনাপ্রবাহ মেনে নিতে পারে না। জামায়াতে ইসলামী গুমের শিকার ভুক্তভোগী ও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ করে এহসানুল মাহবুব বলেন, গুমের শিকার ব্যক্তিদের আইনি, আর্থিক ও সামাজিক সহায়তার পাশাপাশি এ সংস্কৃতি যেন আর ফিরে না আসে, তা নিশ্চিতে কাজ করবেন তারা।

সরকার পরিবর্তনের এক বছর পরেও গুমের শিকার ব্যক্তিরা বঞ্চনার শৃঙ্খল থেকে বের হতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান। সরকারেরপ্রতি আহ্বান জানিয়ে হুমা খান বলেন, গুমের শিকার ভুক্তভোগী ও পরিবারকে যেন সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়। পাশাপাশি গুম সংস্কৃতির পুনরাবৃত্তি রোধে দায়িত্বশীলতার সঙ্গে সব পদক্ষেপ নিতে হবে।

আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তা নিয়ে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নানা তৎপরতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, তারা ডিজিএফআই ও এনএসআই সংস্কার করার কথা বলেছিলেন। যেসব সদস্য গত ১৫ বছরে খুন-গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের তালিকা করে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, পুরনো সেই কাঠামো ঠিক রেখে নির্বাচনে যাওয়া মানে নির্বাচনকে তারা নিজেদের মতো প্রভাবিত করবে।

বিএনপির ‘কুসুম কুসুম বক্তব্য’ এনসিপি সন্দেহের চোখে দেখে উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, বিএনপির জোরালো কোনো বক্তব্য দেখা যায় না। তারা যেভাবে নির্বাচন করতে সরকারকে বাধ্য করে, তেমনি এ বিচারকে বাধ্য করার জন্য যতটুকু প্রতিবাদ করা উচিত, মিছিল করা উচিত, বক্তব্য দেয়া উচিত, তা দেখা যায় না।

আগামী দিনে ক্ষমতার পালাবদল থেকে রাজনীতির প্রতিটি বিষয় রাজনীতিবিদেরা জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে উল্লেখ করে আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে বিদেশি কোনো এস্টাবলিশমেন্টের নাক গলানোর চেষ্টা আর বরদাশত করা হবে না। বিএনপি নেতাকর্মীরা বিগত সময়ে সবচেয়ে বেশি মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে মানবাধিকার, আইনের শাসন ও বাক্?স্বাধীনতা নিশ্চিত করেই দেশ পরিচালনা করবে। বিএনপি শহীদ ও গুম হওয়া পরিবারকে আর্থিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেবে। পাশাপাশি ভুক্তভোগীদের নামে বিভিন্ন স্থাপনা নির্মাণ করবে বলেও উল্লেখ করেছেন তিনি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিষদ সদস্য মাবরুক মোহাম্মদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গুমবিষয়ক তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, ২০১৭ সালে ধানমন্ডি থেকে নিখোঁজ হওয়া ইশরাক আহমেদের বাবা জামালউদ্দীন আহম্মেদ, ২০১৩ সালে মোহাম্মদপুর থেকে গুমের শিকার হাফেজ জাকিরের ভাই জিয়াউর রহমান, রাজশাহী থেকে গুমের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিদুলের ভাই শহীদুল ইসলাম, রাজশাহী থেকে গুম হওয়া গোলাম মর্তুজা, ২০২৩ সালে ধামরাই থেকে গুম হওয়া রহমত উল্লাহ, ২০১৪ সালে রংপুর থেকে গুম হওয়া আবদুল বাসেত, ২০১৪ সালে নীলফামারী থেকে গুমের শিকার আতিকুর রহমানের ভাই আশিকুর রহমান প্রমুখ।

back to top