ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যশোর মেডিকেল কলেজ থেকে এসি ও প্রজেক্টর চুরির ঘটনায় তুমুল হইচই শুরু হয়েছে। থানায় অভিযোগ দেয়াসহ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানা পুলিশ ও তদন্ত কমিটি পৃথকভাবে মেডিকেল কলেজের এনাটমি বিভাগের ডজনখানেক কর্মচারীকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন শিক্ষকের কক্ষকে নৈশ প্রহরীদের বিশ্রাম করার অনুমতি দেয়ার ঘটনা চুরি ইস্যুতে যোগ হয়ে তোলপাড় শুরু হয়েছে।
থানায় দেয়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের একটি অভিযোগ থেকে তথ্য মিলেছে, গত ১৬ আগস্ট রাতে যশোর মেডিকেল কলেজ থেকে দু’টি এসি, একটি প্রজেক্টর ও একটি ইলেকট্রনিক্স ঘড়ি চুরি হয়েছে। এনাটমি বিভাগের ক্লাস রুমের পেছনের গ্রিল কেটে রুমে ঢুকে এ চুরি হয়েছে।
তথ্য মিলেছে, এনাটমি বিভাগের ৪টি এসির মধ্যে দুটি ভালো আর দুটি নষ্ট ছিল। কিন্তু চোরেরা নষ্ট দুটি নেয়নি, ভালো দুটি এসিই নিয়েছে। কাজেই চোরদের কাছে আগাম তথ্য ছিল। মেডিকেল কলেজসংশ্লিষ্ট কেউ এ তথ্য চোরদের দিয়েছেন, অথবা ওই চুরির সঙ্গে তারা সম্পৃক্ত থাকতে পারে বলেও ধারণা করছেন মেডিকেল কলেজসংশ্লিষ্ট অনেকে।
এদিকে চুরির ঘটনায় অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসানাত আহসান হাবীব থানায় অভিযোগ দেয়া ছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করেছেন। প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আযম সাকলায়েনকে সভাপতি, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দীন আল মামুনকে সদস্যসচিব ও এনাটমি বিভাগের প্রভাষক ডা. সাইদুজ্জামান, স্টোর কিপার জুয়েল রানা, ক্যাশ সরকার মাসুদুর রহমানকে তদন্ত কমিটির সদস্য করা হয়। ওই কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, থানা পুলিশের তদন্তও চলছে।
মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট মেডিকেল কলেজের ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটি। এরা হলেন- এনাটমি বিভাগের অফিস সহায়ক আলমগীর হোসেন, ডোম খোকন, হোস্টেল অ্যাটেনডেন্ট বিকাশ চন্দ্র সরকার, সিকিউরিটি গার্ড অমৃত পোদ্দার, আবুল কালাম আজাদ, তবিবর রহমান, রমজান আলী, শিমুল হোসেন, লিফট ম্যান আব্দুস সালাম, গার্ডেনার নুরুল হক ফুয়াদ, প্লাম্বার জসিম উদ্দীন, পরিচ্ছন্নতা কর্মী মাসুদ রানা। তবে চোর চক্রে ইমদাদুল হক ও সবুজ আহমেদ নামে মেডিকেল কলেজের দুইজন জড়িত থাকতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্ট অনেকে।
উল্লেখ্য, এসি ও প্রজেক্টর চুরির ছুটির দিন গত শনি ও গত শুক্রবারে প্রশাসনিক ভবনে রাতের প্রহরী ছিলেন তবিবুর রহমান, মেইনগেইটে দায়িত্বে ছিলেন রমজান, শিমুল, হোস্টেলের দায়িত্বে ছিলেন সালাম ও বিকাশ। এদিকে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার আযম সাকলায়েন জানিয়েছেন, তদন্ত চলমান রয়েছে। এখনই পরিষ্কার করে সব বলা যাচ্ছে না। এছাড়া শিক্ষকের কক্ষ নৈশ প্রহরীদের বিশ্রামাগার করা হয়নি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
যশোর মেডিকেল কলেজ থেকে এসি ও প্রজেক্টর চুরির ঘটনায় তুমুল হইচই শুরু হয়েছে। থানায় অভিযোগ দেয়াসহ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানা পুলিশ ও তদন্ত কমিটি পৃথকভাবে মেডিকেল কলেজের এনাটমি বিভাগের ডজনখানেক কর্মচারীকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন শিক্ষকের কক্ষকে নৈশ প্রহরীদের বিশ্রাম করার অনুমতি দেয়ার ঘটনা চুরি ইস্যুতে যোগ হয়ে তোলপাড় শুরু হয়েছে।
থানায় দেয়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের একটি অভিযোগ থেকে তথ্য মিলেছে, গত ১৬ আগস্ট রাতে যশোর মেডিকেল কলেজ থেকে দু’টি এসি, একটি প্রজেক্টর ও একটি ইলেকট্রনিক্স ঘড়ি চুরি হয়েছে। এনাটমি বিভাগের ক্লাস রুমের পেছনের গ্রিল কেটে রুমে ঢুকে এ চুরি হয়েছে।
তথ্য মিলেছে, এনাটমি বিভাগের ৪টি এসির মধ্যে দুটি ভালো আর দুটি নষ্ট ছিল। কিন্তু চোরেরা নষ্ট দুটি নেয়নি, ভালো দুটি এসিই নিয়েছে। কাজেই চোরদের কাছে আগাম তথ্য ছিল। মেডিকেল কলেজসংশ্লিষ্ট কেউ এ তথ্য চোরদের দিয়েছেন, অথবা ওই চুরির সঙ্গে তারা সম্পৃক্ত থাকতে পারে বলেও ধারণা করছেন মেডিকেল কলেজসংশ্লিষ্ট অনেকে।
এদিকে চুরির ঘটনায় অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসানাত আহসান হাবীব থানায় অভিযোগ দেয়া ছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করেছেন। প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আযম সাকলায়েনকে সভাপতি, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দীন আল মামুনকে সদস্যসচিব ও এনাটমি বিভাগের প্রভাষক ডা. সাইদুজ্জামান, স্টোর কিপার জুয়েল রানা, ক্যাশ সরকার মাসুদুর রহমানকে তদন্ত কমিটির সদস্য করা হয়। ওই কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, থানা পুলিশের তদন্তও চলছে।
মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট মেডিকেল কলেজের ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটি। এরা হলেন- এনাটমি বিভাগের অফিস সহায়ক আলমগীর হোসেন, ডোম খোকন, হোস্টেল অ্যাটেনডেন্ট বিকাশ চন্দ্র সরকার, সিকিউরিটি গার্ড অমৃত পোদ্দার, আবুল কালাম আজাদ, তবিবর রহমান, রমজান আলী, শিমুল হোসেন, লিফট ম্যান আব্দুস সালাম, গার্ডেনার নুরুল হক ফুয়াদ, প্লাম্বার জসিম উদ্দীন, পরিচ্ছন্নতা কর্মী মাসুদ রানা। তবে চোর চক্রে ইমদাদুল হক ও সবুজ আহমেদ নামে মেডিকেল কলেজের দুইজন জড়িত থাকতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্ট অনেকে।
উল্লেখ্য, এসি ও প্রজেক্টর চুরির ছুটির দিন গত শনি ও গত শুক্রবারে প্রশাসনিক ভবনে রাতের প্রহরী ছিলেন তবিবুর রহমান, মেইনগেইটে দায়িত্বে ছিলেন রমজান, শিমুল, হোস্টেলের দায়িত্বে ছিলেন সালাম ও বিকাশ। এদিকে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার আযম সাকলায়েন জানিয়েছেন, তদন্ত চলমান রয়েছে। এখনই পরিষ্কার করে সব বলা যাচ্ছে না। এছাড়া শিক্ষকের কক্ষ নৈশ প্রহরীদের বিশ্রামাগার করা হয়নি।