বীরগঞ্জ (দিনাজপুর) : ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে ৫০ শতক জমিতে লাগানো ৩৫০টি লাউগাছ কেটে দিলো দুর্বৃত্তরা -সংবাদ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে দুর্বৃত্তদের কু-হাতে ভেঙে চুরমার হলো এক কৃষকের স্বপ্ন। গতকাল শনিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে ৫০ শতক জমিতে লাগানো প্রায় ৩৫০টি লাউগাছ।
ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম (৩৮) হতাশ কণ্ঠে জানান, ধার-দেনা করে তিনি এ জমিতে লাউ চাষ করেছিলেন। আশা ছিল, আগামী মাস থেকে বাজারে লাউ বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সব গাছ কেটে দিয়ে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। রোববার, (৩১ আগস্ট ২০২৫) সকালে মাঠে গিয়ে চোখের সামনে গাছ কাটা অবস্থায় দেখে হাহাকার করে ওঠেন রহিদুল। তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে আমার সব শেষ হয়ে গেল। সবে লাউ ধরতে শুরু করেছিল। অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হলো। এখন কীভাবে ধার শোধ করব, বুঝতে পারছি না।
স্থানীয় কৃষক ইউসুফ আলী জানান, ভোরে রহিদুলের কান্নার শব্দ শুনে তিনি মাঠে যান। সেখানে গিয়ে চোখের সামনে দেখেন মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়ি আর কাটা ডগা। তিনি বলেন, রহিদুল ভালো মানুষ। তার কষ্টের ফসল এমনভাবে নষ্ট হয়ে যেতে দেখে আমরা সবাই মর্মাহত।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বীরগঞ্জ (দিনাজপুর) : ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে ৫০ শতক জমিতে লাগানো ৩৫০টি লাউগাছ কেটে দিলো দুর্বৃত্তরা -সংবাদ
রোববার, ৩১ আগস্ট ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে দুর্বৃত্তদের কু-হাতে ভেঙে চুরমার হলো এক কৃষকের স্বপ্ন। গতকাল শনিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে ৫০ শতক জমিতে লাগানো প্রায় ৩৫০টি লাউগাছ।
ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম (৩৮) হতাশ কণ্ঠে জানান, ধার-দেনা করে তিনি এ জমিতে লাউ চাষ করেছিলেন। আশা ছিল, আগামী মাস থেকে বাজারে লাউ বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সব গাছ কেটে দিয়ে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। রোববার, (৩১ আগস্ট ২০২৫) সকালে মাঠে গিয়ে চোখের সামনে গাছ কাটা অবস্থায় দেখে হাহাকার করে ওঠেন রহিদুল। তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে আমার সব শেষ হয়ে গেল। সবে লাউ ধরতে শুরু করেছিল। অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হলো। এখন কীভাবে ধার শোধ করব, বুঝতে পারছি না।
স্থানীয় কৃষক ইউসুফ আলী জানান, ভোরে রহিদুলের কান্নার শব্দ শুনে তিনি মাঠে যান। সেখানে গিয়ে চোখের সামনে দেখেন মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়ি আর কাটা ডগা। তিনি বলেন, রহিদুল ভালো মানুষ। তার কষ্টের ফসল এমনভাবে নষ্ট হয়ে যেতে দেখে আমরা সবাই মর্মাহত।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।