স্থগিত হতে পারে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। স্থগিত করা নিয়ে আলোচনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, সবার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হতে পারে।
একই কথা জানিয়েছেন পিএসসির একজন পরীক্ষা নিয়ন্ত্রক। নামপ্রকাশ না করার শর্তে তিনি বলেন, অনেক প্রার্থীর আপত্তি। অনেক প্রার্থী আবার চাইছে পরীক্ষা হোক। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা চলছে। যতটুকু জেনেছি পরীক্ষা স্থগিত করা হতে পারে। তবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
স্থগিত হতে পারে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। স্থগিত করা নিয়ে আলোচনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, সবার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হতে পারে।
একই কথা জানিয়েছেন পিএসসির একজন পরীক্ষা নিয়ন্ত্রক। নামপ্রকাশ না করার শর্তে তিনি বলেন, অনেক প্রার্থীর আপত্তি। অনেক প্রার্থী আবার চাইছে পরীক্ষা হোক। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা চলছে। যতটুকু জেনেছি পরীক্ষা স্থগিত করা হতে পারে। তবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।