বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবি জানাচ্ছে ছাত্রলীগ। এছাড়া স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে, বুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গীবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসায় মানববন্ধন আয়োজনের কথা জানানো হয়।
আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার, ০১ এপ্রিল ২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবি জানাচ্ছে ছাত্রলীগ। এছাড়া স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে, বুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গীবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসায় মানববন্ধন আয়োজনের কথা জানানো হয়।
আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।