চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপে কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি প্রায় ১২ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন।
শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত তৃতীয় ও শেষ ধাপের ফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামী কলেজ রাখাকে কারণ হিসেবে দেখছেন তিনি।
তপন কুমার সরকার বলেন, সব শিক্ষার্থীই পছন্দক্রমে ভালো ভালো কলেজ দিয়েছে। তারা নম্বরের বিষয়টি মাথায় রেখে কলেজ পছন্দ করলে এমনটা হতো না। কারণ আমাদের তো আসন সংকট নেই।
তিনি বলেন, যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। তাদের আমরা আরেকটা সুযোগ দেব। তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবে।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, সবমিলিয়ে পাস করেছে প্রায় পৌঁনে ১৭ লাখ শিক্ষার্থী; যাদের জন্য একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন ছিল।
শনিবার, ১৩ জুলাই ২০২৪
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপে কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি প্রায় ১২ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন।
শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত তৃতীয় ও শেষ ধাপের ফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামী কলেজ রাখাকে কারণ হিসেবে দেখছেন তিনি।
তপন কুমার সরকার বলেন, সব শিক্ষার্থীই পছন্দক্রমে ভালো ভালো কলেজ দিয়েছে। তারা নম্বরের বিষয়টি মাথায় রেখে কলেজ পছন্দ করলে এমনটা হতো না। কারণ আমাদের তো আসন সংকট নেই।
তিনি বলেন, যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। তাদের আমরা আরেকটা সুযোগ দেব। তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবে।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, সবমিলিয়ে পাস করেছে প্রায় পৌঁনে ১৭ লাখ শিক্ষার্থী; যাদের জন্য একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন ছিল।