চলতি সপ্তাহে খুলতে পারে স্কুল-কলেজ। চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চিন্তাভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এ নিয়ে বৈঠকে বসছে গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গতকাল সাংবাদিকদের বলেন, প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আজ মিটিং আহ্বান করা হয়েছে। এই সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।
এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি ও সমমান) সম্পন্ন করা তাদের অন্যতম লক্ষ্য।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তারা চান খুব শীঘ্রই আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক।
শিক্ষামন্ত্রী গতকাল বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত বিউপি শিক্ষার্থী মুগ্ধর উত্তরার বাসায় গিয়ে মুগ্ধর বাবা, ভাইসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন। এর পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় মোট কত শিক্ষার্থী মারা গেছেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুরো সংখ্যাটা সংগ্রহ করার কাজ এখনও শেষ হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ কেউ মারা গেছেন বলে বলা হলেও দুদিন পরে তারা ফেইসবুক স্টাটাস দিচ্ছেন যে তারা বেচে আছেন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে রাজধানীর উত্তরায় মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি কোটা সংস্কার আন্দোলন গিয়ে সহিংসতার কারলে গত ১৭ জুলাই থেকে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় খোলা ছিল। এর পর ২৪ জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় গণশিক্ষা মন্ত্রণালয়। আর গত ১৬ জুলাই থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
রোববার, ২৮ জুলাই ২০২৪
চলতি সপ্তাহে খুলতে পারে স্কুল-কলেজ। চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চিন্তাভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এ নিয়ে বৈঠকে বসছে গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গতকাল সাংবাদিকদের বলেন, প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আজ মিটিং আহ্বান করা হয়েছে। এই সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।
এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি ও সমমান) সম্পন্ন করা তাদের অন্যতম লক্ষ্য।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তারা চান খুব শীঘ্রই আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক।
শিক্ষামন্ত্রী গতকাল বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত বিউপি শিক্ষার্থী মুগ্ধর উত্তরার বাসায় গিয়ে মুগ্ধর বাবা, ভাইসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন। এর পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় মোট কত শিক্ষার্থী মারা গেছেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুরো সংখ্যাটা সংগ্রহ করার কাজ এখনও শেষ হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ কেউ মারা গেছেন বলে বলা হলেও দুদিন পরে তারা ফেইসবুক স্টাটাস দিচ্ছেন যে তারা বেচে আছেন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে রাজধানীর উত্তরায় মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি কোটা সংস্কার আন্দোলন গিয়ে সহিংসতার কারলে গত ১৭ জুলাই থেকে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় খোলা ছিল। এর পর ২৪ জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় গণশিক্ষা মন্ত্রণালয়। আর গত ১৬ জুলাই থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।