চুক্তিভিত্তিক নিয়োগে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন।
আজ দুপুরে নিজ দপ্তরের কর্মীদের বিক্ষোভের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে দেলোয়ার হোসেন মজুমদার বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ইইডির প্রধান প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি ইইডির চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলীর পদ থেকে ‘ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে’ পদত্যাগ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। তাতে বলা হয়েছিল, তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
এর আগে তিনি ইইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন। ইইডি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবনে অবস্থিত।
এ ছাড়া এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের পদত্যাগও দাবি করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিরুপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন-এমন আশঙ্কায় নেহাল আহমেদ কয়েকদিন ধরে দপ্তরে আসছেন না।
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন।
আজ দুপুরে নিজ দপ্তরের কর্মীদের বিক্ষোভের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে দেলোয়ার হোসেন মজুমদার বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ইইডির প্রধান প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি ইইডির চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলীর পদ থেকে ‘ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে’ পদত্যাগ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। তাতে বলা হয়েছিল, তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
এর আগে তিনি ইইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন। ইইডি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবনে অবস্থিত।
এ ছাড়া এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের পদত্যাগও দাবি করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিরুপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন-এমন আশঙ্কায় নেহাল আহমেদ কয়েকদিন ধরে দপ্তরে আসছেন না।