ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে স্বাধীন বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার প্রথম দিনের কর্মসূচিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও গণসংযোগ চালায়।
সকালে ঢাকা কলেজসহ ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে আন্দোলনে যোগ দেন। বেলা ১১টায় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ গাজী জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, “স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রতিটি কলেজ ক্যাম্পাসে গণসংযোগ চলছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।”
কয়েকদিন ধরে নিয়মিত এ আন্দোলনে চারটি দাবি সামনে রেখেছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হল- সাত কলেজের জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, অধিভুক্তি কমিটি বাতিল, শিক্ষার্থী প্রতিনিধি রেখে নতুন কমিশন গঠন এবং সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার জানান, এবার আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। “আজকের কর্মসূচি সফলভাবে পালন করা হয়েছে,” বলেন তিনি।
অন্যদিকে বেগম বদরুন্নেসা কলেজেও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলেও পরীক্ষা চালু রেখেছে। নুসরাত নামে এক শিক্ষার্থী বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষা বর্জন করা হয়নি।”
এছাড়া সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর-টেকনিক্যাল সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজেও একইভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিতুমীর কলেজ প্রশাসনের পূর্বঘোষিত শিক্ষার্থী মতবিনিময় সভা স্থগিত করা হয়। তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রানি মণ্ডল জানান, শিক্ষার্থীদের অনুরোধে সভাটি স্থগিত করা হয়েছে।
রোববার, ০৩ নভেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে স্বাধীন বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার প্রথম দিনের কর্মসূচিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও গণসংযোগ চালায়।
সকালে ঢাকা কলেজসহ ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে আন্দোলনে যোগ দেন। বেলা ১১টায় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ গাজী জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, “স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রতিটি কলেজ ক্যাম্পাসে গণসংযোগ চলছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।”
কয়েকদিন ধরে নিয়মিত এ আন্দোলনে চারটি দাবি সামনে রেখেছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হল- সাত কলেজের জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, অধিভুক্তি কমিটি বাতিল, শিক্ষার্থী প্রতিনিধি রেখে নতুন কমিশন গঠন এবং সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার জানান, এবার আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। “আজকের কর্মসূচি সফলভাবে পালন করা হয়েছে,” বলেন তিনি।
অন্যদিকে বেগম বদরুন্নেসা কলেজেও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলেও পরীক্ষা চালু রেখেছে। নুসরাত নামে এক শিক্ষার্থী বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষা বর্জন করা হয়নি।”
এছাড়া সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর-টেকনিক্যাল সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজেও একইভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিতুমীর কলেজ প্রশাসনের পূর্বঘোষিত শিক্ষার্থী মতবিনিময় সভা স্থগিত করা হয়। তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রানি মণ্ডল জানান, শিক্ষার্থীদের অনুরোধে সভাটি স্থগিত করা হয়েছে।