ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন এবং অর্ধদিবস ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এর আগে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধিরা।
বৈঠক শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে এটিকে স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে ডিএমপি সহযোগিতা করবে।”
তিনি আরও জানান, “ডিএমপি উদ্যানে একটি পুলিশবক্স স্থাপন করবে যা কেবল নিরাপত্তার কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এই প্রক্রিয়ায় সহযোগী হিসেবে নিয়োজিত থাকবেন।”
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযানের জন্য একটি যৌথ টিম গঠনের কথাও জানান তিনি।
উপাচার্য বলেন, “আমরা নিরাপত্তা নিয়ে সবসময়ই সচেতন ছিলাম। আগে রেইড দিয়েছি, কিন্তু তা দীর্ঘমেয়াদী হয়নি। তাই এবার ডিএমপি ও প্রক্টরিয়াল টিমের সমন্বয়ে একটি স্থায়ী রেইড টিম গঠন করা হবে। পাশাপাশি উদ্যানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানানো হয়েছে।”
মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন সাম্য (২৫)। রাত ১২টার দিকে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার, ১৪ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন এবং অর্ধদিবস ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এর আগে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধিরা।
বৈঠক শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে এটিকে স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে ডিএমপি সহযোগিতা করবে।”
তিনি আরও জানান, “ডিএমপি উদ্যানে একটি পুলিশবক্স স্থাপন করবে যা কেবল নিরাপত্তার কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এই প্রক্রিয়ায় সহযোগী হিসেবে নিয়োজিত থাকবেন।”
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযানের জন্য একটি যৌথ টিম গঠনের কথাও জানান তিনি।
উপাচার্য বলেন, “আমরা নিরাপত্তা নিয়ে সবসময়ই সচেতন ছিলাম। আগে রেইড দিয়েছি, কিন্তু তা দীর্ঘমেয়াদী হয়নি। তাই এবার ডিএমপি ও প্রক্টরিয়াল টিমের সমন্বয়ে একটি স্থায়ী রেইড টিম গঠন করা হবে। পাশাপাশি উদ্যানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানানো হয়েছে।”
মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন সাম্য (২৫)। রাত ১২টার দিকে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।