সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ১৪ জুলাই ২০২৫

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন: ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

image

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন: ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

সোমবার, ১৪ জুলাই ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে চলমান আন্দোলনের জেরে ঢাকার সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে গেছে।

সোমবার ছিল বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) এবং বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে ভর্তির শেষ দিন। কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে ভর্তি কার্যক্রম শুরুই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, প্রতি বছর এসব কোর্সে ৫০ জন (২৫ জন করে প্রতি কোর্সে) শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান।

গত ১৪ দিন ধরে কলেজটির শিক্ষার্থীরা স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও, অবস্থান কর্মসূচি এবং ক্লাস বর্জন করেছেন। সোমবারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী ফরহার রেজা বলেন, “যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা না আসবে, কাউন্সিল গঠনের নীতিমালা তৈরি না হবে, ততক্ষণ ভর্তি কার্যক্রম চলবে না। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুনরা ভর্তি হলে তারাও বিপদের মুখে পড়বে।”

ভর্তিতে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে ভর্তি কমিটির সদস্য ও কলেজের সহকারী অধ্যাপক মো. মুসলিম উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা শিক্ষকরাও একমত। প্রায় ৩৫ বছর ধরে আমাদের কোনো স্বতন্ত্র কাউন্সিল নেই। স্বাস্থ্য অধিদপ্তরের একটি অস্থায়ী কমিটি আমাদের নিবন্ধন দিচ্ছে। এতে চিকিৎসকদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।”

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঝুঁকি থাকে, যেহেতু তাদের নিবন্ধন ও পেশাগত স্বীকৃতির বিষয়টি এখনও অস্থায়ী ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ।

১৯৮৯ সালে ঢাকার মিরপুর-১৩ নম্বরে প্রতিষ্ঠিত হয় সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। উপমহাদেশের প্রাচীন চিকিৎসাবিদ্যা ইউনানী ও আয়ুর্বেদের আধুনিক, বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

এই কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধিভুক্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এখানে ৫ বছর মেয়াদি বিএএমএস ও বিইউএমএস কোর্স এবং এক বছর ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, স্বতন্ত্র কাউন্সিল না থাকায় তারা চিকিৎসা পেশায় পূর্ণ স্বীকৃতি পাচ্ছেন না, যা তাদের ক্যারিয়ার এবং পেশাগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

---

‘শিক্ষা’ : আরও খবর

» সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি

» কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ

» বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

» যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি করছে না

» পরীক্ষা নিচ্ছেন সাবেক শিক্ষক ও অভিভাবকরা

» মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বর্জন

» সাউর্দান মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ৫৫৪ জন গবেষক

» ফলের ভিত্তিতে এইচএসসিতে বৃত্তি পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

» ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু

» ৫০তম বিসিএসের প্রিলি. ৩০ জানুয়ারি ও লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু

» স্কুলে ভর্তিতে পাঁচদিনে সারাদেশে তিন লাখ ৬০ হাজার আবেদন

» ‘মানোন্নয়ন ও শ্রেণিবিন্যাস’র জন্য ৭০৮টি সরকারি কলেজ ৪ ভাগে বিভক্ত হলো

» সাত কলেজের বিশ্ববিদ্যালয়: অধ্যাদেশ হয়নি, ‘আইনবহির্ভূত’ ক্লাসে অনীহা শিক্ষকদের

» শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

» নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া সম্ভব হবে: এনসিটিবি

» ঢাকার ৭ সরকারি কলেজে শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি শুরু

» ‘দক্ষ শিক্ষক’ নিয়োগে পিটিআইয়ে চালু হচ্ছে ১০ মাসের ডিপ্লোমা প্রোগ্রাম

» চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

» এইচএসসির খাতা চ্যালেঞ্জ: ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২০১ জন

» বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউএনও