মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফরিদপুর জেলা শাখা সহ সকল উপজেলা শাখার শিক্ষকবৃন্দ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করে।
এর আগে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাতেম সিদ্দিকী, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ই¯্রাফিল মোল্যা,সহ-সভাপতি খলিলুরর হমান,সদও উপজেলা সমিতির সভাপতি এ কে এম ইউসুব আলী, সালথা উপজেলা সাধারন সম্পাদক এনায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা সাধারন সম্পাদক আবুল হাসেম সিদ্দিকী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার উন্নতিকল্পে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ মানবতার জীবন যাপন করছেন। মান সস্মত শিক্ষা গ্রহনের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদেও শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেএে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্য অবিলম্বে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবী জানান।
এছাড়া উল্লেখিত দাবী আদায়ের লক্ষ্য আগামী কাল কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক ফরিদপুর জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই ঘন্টা কর্মবিরতি পালনের আহবান জানান। এবং আগামী ২০ মার্চ কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সকলের যোগ দেওয়ার ও আহবান জানান নেতৃবৃন্দ।
সোমবার, ১৩ মার্চ ২০২৩
মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফরিদপুর জেলা শাখা সহ সকল উপজেলা শাখার শিক্ষকবৃন্দ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করে।
এর আগে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাতেম সিদ্দিকী, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ই¯্রাফিল মোল্যা,সহ-সভাপতি খলিলুরর হমান,সদও উপজেলা সমিতির সভাপতি এ কে এম ইউসুব আলী, সালথা উপজেলা সাধারন সম্পাদক এনায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা সাধারন সম্পাদক আবুল হাসেম সিদ্দিকী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার উন্নতিকল্পে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ মানবতার জীবন যাপন করছেন। মান সস্মত শিক্ষা গ্রহনের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদেও শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেএে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্য অবিলম্বে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবী জানান।
এছাড়া উল্লেখিত দাবী আদায়ের লক্ষ্য আগামী কাল কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক ফরিদপুর জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই ঘন্টা কর্মবিরতি পালনের আহবান জানান। এবং আগামী ২০ মার্চ কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সকলের যোগ দেওয়ার ও আহবান জানান নেতৃবৃন্দ।