alt

শিক্ষা

শিক্ষা অবকাঠামো নির্মাণে ‘দুর্নীতি’ স্বাভাবিক রীতিতে পরিণত হচ্ছে

রাকিব উদ্দিন

: সোমবার, ২০ মার্চ ২০২৩

অবকাঠামো নির্মাণে ‘দুর্নীতি’ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) স্বাভাবিক রীতিতে পরিণত হচ্ছে। সংস্থার নিজস্ব তদন্তে বারবার নির্মাণকাজে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিললেও অভিযুক্তরা ধরা ছুয়ার বাইরে থেকে যাচ্ছে। দু’একটি ক্ষেত্রে ‘নামকাওয়াস্তে’ শাস্তির নামে বদলি করা হচ্ছে; পরবর্তীতে ‘প্রাইজ পোস্টিং’ দেয়া হয়। এ ধরণের অনিয়মের ঘটনায় ইইডিতে ‘অভ্যন্তরীণ দ্বন্ধ’ প্রকট হচ্ছে।

এছাড়া ইইডির অধীনে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ করা হয়। অনেক ক্ষেত্রেই পুরো কাজ না করে বা আংশিক কাজ সম্পন্ন করেই পুরো বিল ‘ভাগিয়ে’ নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর প্রকৌশলী ও ঠিকাদার ‘সঙ্গবন্ধভাবে’ এ কাজ করছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান যে সংস্থার (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি) অধীনে তারা এ নিয়ে ‘নির্বিকার’।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক একিউএম শফিউল আজম সংবাদকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই মাউশির প্রতিনিধি। ইইডির নির্মাণ কাজ ঠিকমত না হলে তারা মাউশি জানাতে পারেন। তখন ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজে ‘সিডিউল বহির্ভূতভাবে নিম্নমানের আংশিক’ কাজ সম্পাদন করে এবং অন্য ‘অধিকাংশ কাজ বাস্তবায়ন না করেই’ চূড়ান্ত বিল দাখিলের জন্য সহকারি প্রকৌশলী শাহরিয়ার মো. নাজমুল আহসান এবং উপসহকারি প্রকৌশলী নুরুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেন ইইডির টাঙ্গাইল জোনের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী।

নোটিশে বলা হয়েছে, নিম্নমানের টাইলস ব্যবহার, কম্পিউটার কক্ষ ও টয়লেট ব্লক নির্মাণ না করা, পাঁকা না করে নিম্নমানের কাঠ ও ডেউটিন দিয়ে গ্যারেজ নির্মাণ এবং আরও কয়েকটি কাজ না করার প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি রংপুরের ‘মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে’ও আংশিক কাজ করেই পুরো বিল ভাগিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিদ্যালয়ে ২০১৯ সালে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভবন সম্প্রসারণ এবং প্রথম ও দ্বিতীয় তলা ভবন সংস্থারের কার্যাদেশ দেয়া হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

কিন্তু ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে পুরো কাজেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে। এক বছর যেতে না যেতেই দেয়ালের পলেস্তার খসে পড়তে থাকে। দরজা, জানালায় ব্যাবহৃত রডও খুলে পড়তে থাকে। ছাঁদ চুয়ে পানি চুইয়ে পড়ে। এতে দেয়ালও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এসব কাজের জন্য ঠিকাদারের পুরো বিল পরিশোধ করা হয়েছে বলে ইইডির প্রধান কার্যালয় থেকে জানা গেছে।

রংপুরে এ ধরণের আরও কয়েকটি অনিয়মের ঘটনার অভিযোগ আসে ইইডির প্রধান কার্যালয়ে। রংপুরে অন্য একটি প্রতিষ্ঠানে অগ্রিম প্রায় এক কোটি টাকার বিল পরিশোধের পর এখন পর্যন্ত ‘ফাইলিং’ না হওয়ার প্রমাণ পেয়েছে ইইডির একটি তদন্ত কমিটি। এ অনিয়মের ঘটনা উদঘাটন করায় উল্টো পরিদর্শনকারী প্রকৌশলীদের নানাভাবে হেনস্তার অভিযোগ উঠে।

যদিও ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার সম্প্রতি রংপুর জোনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি জোন অফিসের নানা ‘নেতিবাচক’ কর্মকা-ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

দেলোয়ার হোসেন মজুমদার সংবাদকে জানিয়েছেন, তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেয়ার পর অনিয়ম-দুর্নীতিকে ‘বিন্দুমাত্র’ প্রশ্রয় দিচ্ছেন না। তবে এর আগে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে সেগুলির দায়িত্ব তিনি নেবেন না; কাউকে ছাড়ও দেবেন না।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সংবাদকে বলেছেন, ‘আমরা প্রায়ই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণে অনিয়মের অভিযোগ পাচ্ছি। বিষয়গুলো খুবই দুঃখজনক।’

ইঞ্জিনিয়ারিং কাজ দেখভালের জন্য মাউশির নিজস্ব কোন জনবল নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে ইইডির ওপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু তারা স্কুল-কলেজে অবকাঠামো নির্মাণে অনেক প্রকল্প নিচ্ছেন, অথচ আমরা জানিই না। কাজও ঠিকমত হচ্ছে না।’

নিম্নমানের অবকাঠামো নির্মাণে সহায়তার অভিযোগে ঢাকা থেকে একজন ডিপ্লোমা প্রকৌশলী দুই বছর আগে হবিগঞ্জে বদলি করা হয়েছিল। একটি মহলকে ‘ম্যানেজ’ করে ওই প্রকৌশলী সম্প্রতি নরসিংদীতে গুরুত্বপূর্ণ পদায়ন পেয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আরও কয়েকজন অভিযুক্ত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ ‘স্টেশনে’ পদায়নের তোড়জোড় চলছে।

আটটি ‘দুর্নীতি’র ঘটনা বিশেষ করে কাজ না হওয়া সত্ত্বেও ঠিকাদারদের অগ্রিম বিল দেয়ার কারণে ইইডির ঢাকা জোন অফিসের সাবেক নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নোটিশ নিয়েও চলছে নানা রকম খেলাধুলা। একটি পক্ষ্য বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে এবং অন্য একটি পক্ষ্য যেকোন মূল্যে ‘শাস্তি’ দিতে চাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা জোন অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ‘জোরেশোরে’ তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নোটিশ অনুযায়ী, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ কাজ না হওয়া সত্ত্বেও ২০১৯-২০২০ অর্থবছরে ঢাকা জোন অফিস থেকে কয়েকজন ঠিকাদারকে প্রায় আট কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়।

এরমধ্যে চারটি প্রতিষ্ঠানের কাজই ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কব্জায়, যার মালিক গত বছর মারা গেছেন। এতে প্রতিষ্ঠানগুলোর কাজ আর এগোয়নি। অন্য যেসব ঠিকাদারী প্রতিষ্ঠানকে অগ্রিম বিল দেয়া হয়েছে তাদের কাজও এগোয়নি। এরমধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নির্মাণ সামগ্রীর দামও কয়েক দফা বেড়েছে। এর ফলে ঠিকারদার কাজেও আগ্রহ দেখাচ্ছেন না। কিন্তু অগ্রিম টাকাও ফেরত পাচ্ছে না ইইডি।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজধানীর ‘আইডিয়াল কলেজ’ (নিউমার্কেট) ভবন নির্মাণের জন্য অগ্রিম ৯৩ লাখ টাকা দেয়া হলেও কাজ হয়নি। এছাড়া বাউথার মোমেছা বেগম বিদ্যালয়ে (উত্তর খান) এক কোটি ৪৬ লাখ টাকা, নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে (উত্তর খান) এক কোটি ৫০ লাখ টাকা, কাফরুলের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক কোটি ১৮ লাখ টাকা, দক্ষিণ খানের গাওয়াইর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক কোটি ৫৪ লাখ টাকা, উত্তর খানের মৈনারটেক হাইস্কুল অ্যান্ড কলেজের ৯৮ লাখ টাকা এবং পল্লবীতে সরকারি বঙ্গবন্ধু কলেজে অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য ১৪ লাখ টাকা অগ্রিম পরিশোধের প্রমাণ পাওয়া গেছে। তবে সরকারি বঙ্গবন্ধু কলেজে অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য অগ্রিম যে টাকা দেয়া হয়েছিল সেই পরিমাণ কাজ ইতোমধ্যে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়াও ২০১৮-২০১৯ অর্থবছরে ইইডির ঢাকা জোন অফিসের অনুকূলে বরাদ্দকৃত ৩৯ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে বরাদ্দপত্রের নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দ অপেক্ষা পাঁচ কোটি ২১ লাখ ১০ হাজার ৬০৮ টাকা ‘অনিয়মিতভাবে অতিরিক্ত উত্তোলন’ করার অভিযোগ ইইডির তদন্তে প্রমাণিত হয়েছে।

ওইসব অনিয়মের ঘটনায় ইইডির নির্র্র্বাহী প্রকৌশলী আবুল কালাম মো. আখতারুজ্জামানকে গতমাসে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজেই অগ্রিম বিল পরিশোধের সময় ঢাকা জোন অফিসের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ছিলেন আবুল কালাম মো. আখতারুজ্জামানকে দায়ী করা হয়েছে। তাকে ২০২১ সালের অক্টোবরে রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

এ বিষয়ে আবুল কালাম মো. আখতারুজ্জামান সোমবার (২০ মার্চ) সংবাদকে জানিয়েছেন, তিনি ইতোমধ্যে নোটিশের জবাব দিয়েছেন।

তিনি বলেন, ‘কাজগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। একজন ঠিকাদার মারা যাওয়ায় এ সমস্যা হয়েছিল।’

গত ১৬ ফেব্রুয়ারি সালেমান খান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘যেহেতু জনাব আবুল কালাম মো. আখতারুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রংপুর এর উক্তরূপ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এ মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র পর্যায়ভুক্ত শাস্তিযুক্ত অপরাধ।’

‘সেহেতু উপর্যুক্ত অপরাধে আপনাকে সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগে অভিযুক্ত করা হলো। একই বিধিমালা অনুযায়ী কেন আপনার উপর ‘চাকরি হতে বরখাস্তকরণ’ অথবা অন্য কোন উপযুক্ত দন্ড কেন প্রদান করা হবে না তা এ অভিযোগনামা প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হলো।’

ছবি

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন: ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

ছবি

পাসের হার ও জিপিএ-৫-এ ছাত্রীদের এগিয়ে থাকার ধারা বজায়

ছবি

বৃহস্পতিবার প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল, পুনঃনিরীক্ষার আবেদন ১১ জুলাই থেকে

ছবি

এসএসসির ফল ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে

ছবি

শিক্ষার্থীর ‘কটূক্তি’র অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাময়িক বহিষ্কার

ছবি

এইচএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

ছবি

২৬ জুন শুরু এইচএসসি, কেন্দ্র এলাকায় চলাচলে ডিএমপির বিধিনিষেধ জারি

ছবি

রাতের ঘটনায় আসন বাতিল, শৃঙ্খলা কমিটিতে তদন্ত প্রতিবেদন জমার প্রস্তুতি

পরীক্ষার আগের সপ্তাহ পর্যন্ত ফরম পূরণের সুযোগ, জানাল শিক্ষা বোর্ড

ছবি

মহামারির আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে মাস্ক, স্যানিটাইজার ও ডেঙ্গু প্রতিরোধের নির্দেশ

পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই, প্রস্তুত শিক্ষা বোর্ডগুলো

ছবি

ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৬ জুন

ছবি

আদালতের রায়ে এক যুগ পর চাকরিতে ফিরছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী

ছবি

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চালু না হওয়া পর্যন্ত ইউজিসির অধীনেই চলবে সাত কলেজ

ছবি

উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি, আন্দোলনে ছাত্রদলসহ শিক্ষার্থীরা

ছবি

শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় ঢাবিতে অর্ধদিবস শ্রদ্ধা, নিরাপত্তা জোরদারে উদ্যোগ

ছবি

বিশ্ববিদ্যালয় তহবিল স্থানান্তর ও রাজস্ব ফাঁকিতে দুদকের নজরে দুই প্রতিষ্ঠান

ছবি

কোরবানির ঈদ আর গ্রীষ্ম: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

ছবি

১৬ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, বাদ শেখ হাসিনাসহ আওয়ামী নেতাদের নাম

ছবি

কুয়েটে শিক্ষাকার্যক্রম শুরু হলেও শিক্ষকদের অনড় কর্মবিরতি, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

ছবি

৬ বছর পর ইইডিতে উপপরিচালক পদায়ন

ছবি

শিক্ষার্থী-শিক্ষক উত্তেজনায় কুয়েটে অনিশ্চয়তায় একাডেমিক কার্যক্রম

ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মাধ্যমে নিয়মিত কমিটি গঠন স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৪ মে

ছবি

মে মাসের মাঝামাঝিতে তারিখ ঘোষণার লক্ষ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

ছবি

কক্সবাজারে পরীক্ষা দিচ্ছে সেই ১৩ শিক্ষার্থী

ছবি

ভিসি অপসারণ একমাত্র দাবি: কুয়েট শিক্ষার্থীদের এক দফা আন্দোলন

ছবি

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

ছবি

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৯ লাখের বেশি শিক্ষার্থী

ছবি

১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়

ছবি

শিক্ষা সংস্কারে পদক্ষেপ নেই, বাজেট বাড়ানোর দাবি শিক্ষাবিদদের

ছবি

এসএসসি পরীক্ষার জন্য কোচিং সেন্টার বন্ধ ও কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

ছবি

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশে দুই মাসের স্থগিতাদেশ

ছবি

পেছালো এসএসসির গণিত পরীক্ষা, নতুন সময়সূচি প্রকাশ

ছবি

ঢাবির সহিংসতা: ১২৮ জনের তালিকা চূড়ান্ত নয়, পুনঃতদন্তে কমিটি

ছবি

নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ অনুমোদিত

tab

শিক্ষা

শিক্ষা অবকাঠামো নির্মাণে ‘দুর্নীতি’ স্বাভাবিক রীতিতে পরিণত হচ্ছে

রাকিব উদ্দিন

সোমবার, ২০ মার্চ ২০২৩

অবকাঠামো নির্মাণে ‘দুর্নীতি’ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) স্বাভাবিক রীতিতে পরিণত হচ্ছে। সংস্থার নিজস্ব তদন্তে বারবার নির্মাণকাজে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিললেও অভিযুক্তরা ধরা ছুয়ার বাইরে থেকে যাচ্ছে। দু’একটি ক্ষেত্রে ‘নামকাওয়াস্তে’ শাস্তির নামে বদলি করা হচ্ছে; পরবর্তীতে ‘প্রাইজ পোস্টিং’ দেয়া হয়। এ ধরণের অনিয়মের ঘটনায় ইইডিতে ‘অভ্যন্তরীণ দ্বন্ধ’ প্রকট হচ্ছে।

এছাড়া ইইডির অধীনে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ করা হয়। অনেক ক্ষেত্রেই পুরো কাজ না করে বা আংশিক কাজ সম্পন্ন করেই পুরো বিল ‘ভাগিয়ে’ নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর প্রকৌশলী ও ঠিকাদার ‘সঙ্গবন্ধভাবে’ এ কাজ করছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান যে সংস্থার (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি) অধীনে তারা এ নিয়ে ‘নির্বিকার’।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক একিউএম শফিউল আজম সংবাদকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই মাউশির প্রতিনিধি। ইইডির নির্মাণ কাজ ঠিকমত না হলে তারা মাউশি জানাতে পারেন। তখন ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজে ‘সিডিউল বহির্ভূতভাবে নিম্নমানের আংশিক’ কাজ সম্পাদন করে এবং অন্য ‘অধিকাংশ কাজ বাস্তবায়ন না করেই’ চূড়ান্ত বিল দাখিলের জন্য সহকারি প্রকৌশলী শাহরিয়ার মো. নাজমুল আহসান এবং উপসহকারি প্রকৌশলী নুরুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেন ইইডির টাঙ্গাইল জোনের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী।

নোটিশে বলা হয়েছে, নিম্নমানের টাইলস ব্যবহার, কম্পিউটার কক্ষ ও টয়লেট ব্লক নির্মাণ না করা, পাঁকা না করে নিম্নমানের কাঠ ও ডেউটিন দিয়ে গ্যারেজ নির্মাণ এবং আরও কয়েকটি কাজ না করার প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি রংপুরের ‘মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে’ও আংশিক কাজ করেই পুরো বিল ভাগিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিদ্যালয়ে ২০১৯ সালে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভবন সম্প্রসারণ এবং প্রথম ও দ্বিতীয় তলা ভবন সংস্থারের কার্যাদেশ দেয়া হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

কিন্তু ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে পুরো কাজেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে। এক বছর যেতে না যেতেই দেয়ালের পলেস্তার খসে পড়তে থাকে। দরজা, জানালায় ব্যাবহৃত রডও খুলে পড়তে থাকে। ছাঁদ চুয়ে পানি চুইয়ে পড়ে। এতে দেয়ালও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এসব কাজের জন্য ঠিকাদারের পুরো বিল পরিশোধ করা হয়েছে বলে ইইডির প্রধান কার্যালয় থেকে জানা গেছে।

রংপুরে এ ধরণের আরও কয়েকটি অনিয়মের ঘটনার অভিযোগ আসে ইইডির প্রধান কার্যালয়ে। রংপুরে অন্য একটি প্রতিষ্ঠানে অগ্রিম প্রায় এক কোটি টাকার বিল পরিশোধের পর এখন পর্যন্ত ‘ফাইলিং’ না হওয়ার প্রমাণ পেয়েছে ইইডির একটি তদন্ত কমিটি। এ অনিয়মের ঘটনা উদঘাটন করায় উল্টো পরিদর্শনকারী প্রকৌশলীদের নানাভাবে হেনস্তার অভিযোগ উঠে।

যদিও ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার সম্প্রতি রংপুর জোনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি জোন অফিসের নানা ‘নেতিবাচক’ কর্মকা-ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

দেলোয়ার হোসেন মজুমদার সংবাদকে জানিয়েছেন, তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেয়ার পর অনিয়ম-দুর্নীতিকে ‘বিন্দুমাত্র’ প্রশ্রয় দিচ্ছেন না। তবে এর আগে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে সেগুলির দায়িত্ব তিনি নেবেন না; কাউকে ছাড়ও দেবেন না।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সংবাদকে বলেছেন, ‘আমরা প্রায়ই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণে অনিয়মের অভিযোগ পাচ্ছি। বিষয়গুলো খুবই দুঃখজনক।’

ইঞ্জিনিয়ারিং কাজ দেখভালের জন্য মাউশির নিজস্ব কোন জনবল নেই জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে ইইডির ওপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু তারা স্কুল-কলেজে অবকাঠামো নির্মাণে অনেক প্রকল্প নিচ্ছেন, অথচ আমরা জানিই না। কাজও ঠিকমত হচ্ছে না।’

নিম্নমানের অবকাঠামো নির্মাণে সহায়তার অভিযোগে ঢাকা থেকে একজন ডিপ্লোমা প্রকৌশলী দুই বছর আগে হবিগঞ্জে বদলি করা হয়েছিল। একটি মহলকে ‘ম্যানেজ’ করে ওই প্রকৌশলী সম্প্রতি নরসিংদীতে গুরুত্বপূর্ণ পদায়ন পেয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আরও কয়েকজন অভিযুক্ত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ ‘স্টেশনে’ পদায়নের তোড়জোড় চলছে।

আটটি ‘দুর্নীতি’র ঘটনা বিশেষ করে কাজ না হওয়া সত্ত্বেও ঠিকাদারদের অগ্রিম বিল দেয়ার কারণে ইইডির ঢাকা জোন অফিসের সাবেক নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নোটিশ নিয়েও চলছে নানা রকম খেলাধুলা। একটি পক্ষ্য বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে এবং অন্য একটি পক্ষ্য যেকোন মূল্যে ‘শাস্তি’ দিতে চাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা জোন অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ‘জোরেশোরে’ তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নোটিশ অনুযায়ী, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ কাজ না হওয়া সত্ত্বেও ২০১৯-২০২০ অর্থবছরে ঢাকা জোন অফিস থেকে কয়েকজন ঠিকাদারকে প্রায় আট কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়।

এরমধ্যে চারটি প্রতিষ্ঠানের কাজই ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কব্জায়, যার মালিক গত বছর মারা গেছেন। এতে প্রতিষ্ঠানগুলোর কাজ আর এগোয়নি। অন্য যেসব ঠিকাদারী প্রতিষ্ঠানকে অগ্রিম বিল দেয়া হয়েছে তাদের কাজও এগোয়নি। এরমধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নির্মাণ সামগ্রীর দামও কয়েক দফা বেড়েছে। এর ফলে ঠিকারদার কাজেও আগ্রহ দেখাচ্ছেন না। কিন্তু অগ্রিম টাকাও ফেরত পাচ্ছে না ইইডি।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজধানীর ‘আইডিয়াল কলেজ’ (নিউমার্কেট) ভবন নির্মাণের জন্য অগ্রিম ৯৩ লাখ টাকা দেয়া হলেও কাজ হয়নি। এছাড়া বাউথার মোমেছা বেগম বিদ্যালয়ে (উত্তর খান) এক কোটি ৪৬ লাখ টাকা, নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে (উত্তর খান) এক কোটি ৫০ লাখ টাকা, কাফরুলের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক কোটি ১৮ লাখ টাকা, দক্ষিণ খানের গাওয়াইর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক কোটি ৫৪ লাখ টাকা, উত্তর খানের মৈনারটেক হাইস্কুল অ্যান্ড কলেজের ৯৮ লাখ টাকা এবং পল্লবীতে সরকারি বঙ্গবন্ধু কলেজে অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য ১৪ লাখ টাকা অগ্রিম পরিশোধের প্রমাণ পাওয়া গেছে। তবে সরকারি বঙ্গবন্ধু কলেজে অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য অগ্রিম যে টাকা দেয়া হয়েছিল সেই পরিমাণ কাজ ইতোমধ্যে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়াও ২০১৮-২০১৯ অর্থবছরে ইইডির ঢাকা জোন অফিসের অনুকূলে বরাদ্দকৃত ৩৯ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে বরাদ্দপত্রের নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দ অপেক্ষা পাঁচ কোটি ২১ লাখ ১০ হাজার ৬০৮ টাকা ‘অনিয়মিতভাবে অতিরিক্ত উত্তোলন’ করার অভিযোগ ইইডির তদন্তে প্রমাণিত হয়েছে।

ওইসব অনিয়মের ঘটনায় ইইডির নির্র্র্বাহী প্রকৌশলী আবুল কালাম মো. আখতারুজ্জামানকে গতমাসে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজেই অগ্রিম বিল পরিশোধের সময় ঢাকা জোন অফিসের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ছিলেন আবুল কালাম মো. আখতারুজ্জামানকে দায়ী করা হয়েছে। তাকে ২০২১ সালের অক্টোবরে রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

এ বিষয়ে আবুল কালাম মো. আখতারুজ্জামান সোমবার (২০ মার্চ) সংবাদকে জানিয়েছেন, তিনি ইতোমধ্যে নোটিশের জবাব দিয়েছেন।

তিনি বলেন, ‘কাজগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। একজন ঠিকাদার মারা যাওয়ায় এ সমস্যা হয়েছিল।’

গত ১৬ ফেব্রুয়ারি সালেমান খান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘যেহেতু জনাব আবুল কালাম মো. আখতারুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রংপুর এর উক্তরূপ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এ মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র পর্যায়ভুক্ত শাস্তিযুক্ত অপরাধ।’

‘সেহেতু উপর্যুক্ত অপরাধে আপনাকে সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগে অভিযুক্ত করা হলো। একই বিধিমালা অনুযায়ী কেন আপনার উপর ‘চাকরি হতে বরখাস্তকরণ’ অথবা অন্য কোন উপযুক্ত দন্ড কেন প্রদান করা হবে না তা এ অভিযোগনামা প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হলো।’

back to top