রাজধানীতে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ‘সুষ্ঠু ও সৃশঙ্খল’ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতে ‘সার্বিক পরিস্থিতি সন্তোষজনক’ ছিল বলে জানানো হয়েছে। দেশের কোন পরীক্ষা কেন্দ্রেই ‘অপ্রীতিকর’ ঘটনার তথ্য পায়নি আন্তঃশিক্ষা বোর্ড। তবে রাজধানীসহ কয়েকটি এলাকায় ‘অপ্রীতিকর’ ঘটনার খবর পাওয়া গেছে।
‘অপ্রীতিকর’ ঘটনা
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় পরীক্ষার শুরুতে কেন্দ্র পরিদর্শনের সময় প্রায় ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও করেন তার ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া। পরে অবশ্য ওই ভিডিও নিজের আইডি থেকে মুছে ফেলেন শাহাদাত।
কিশোরগঞ্জের ভৈরবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেয়ায় বাসের নিচে আত্মহত্যার চেষ্টা করেছে দুই এসএসসি পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে এক সংবাদকর্মীর সহযোগিতায় দুই পরীক্ষার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ইউএনও সাদিকুর রহমান সবুজ অভিভাবকদের ডেকে দু’জনকে তাদের কাছে বুঝিয়ে দেন।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ওই দুই শিক্ষার্থীকে দুপুর ২টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বন্ধুরা জানায়। পরে সকাল ১০টার দিকে জানতে পারে পরীক্ষার সময়সূচি সকাল ১০টায়। বেলা পৌনে ১১টার দিকে সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ছুটে গেলে কর্তৃপক্ষ দু’জনকে ঢুকতে দেয়নি।
পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি পরীক্ষার প্রথমদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন যান। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১০টায় পরীক্ষার শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কিন্তু মন্ত্রী কেন্দ্রে যাওয়ায় অনেক পরীক্ষার্থীকে তাড়াহুড়া করে কেন্দ্রে প্রবেশ করতে হয়। এ কারণে মন্ত্রণালয়ের নির্দেশনাও ঠিকমতো প্রতিপালন হয়নি বলে কেন্দ্রটির একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন। কেন্দ্র পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই; তবে কেউ ‘গুজব’ রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মন্ত্রী।
প্রশ্নপত্র বিতরণকেন্দ্রিক দুই একটি ‘ভুল’ হয়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, সেগুলো ‘অনিচ্ছাকৃত’ ভুল। তবে গতবার অনিচ্ছাকৃতভাবে যে কয়েকটি জায়গায় বিতরণে ভুল হয়েছে তাদের কিন্তু ‘কড়া মাশুল’ দিতে হয়েছে। তাই পরীক্ষাকেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকেন তাদের যেন কোনভাবে ভুল না হয় সে বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
করোনা মহামারীর পর এবার যারা পরীক্ষা দিচ্ছে তারা সার্বিক প্রস্তুতির সময় পেয়েছে-উল্লেখ করে দীপু মনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্রিক সার্বিক বিষয়গুলো গতবছর আমরা আরেকটু এগিয়ে আনতে পারতাম। কিন্তু সে সময় হঠাৎ বন্যার কারণে কিছুটা পিছিয়ে আসতে হয়েছে। গত বছরের থেকে এবার আমরা এগিয়ে এনেছি; সামনে বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি।’
বোর্ডভিত্তিক অনুপস্থিত শিক্ষার্থী
এসএসসি পরীক্ষার প্রথমদিন সারাদেশে ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী কেন্দ্রে আসেনি বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চার হাজার ২২২ জন, চট্টগ্রামের এক হাজার ৬০৭ জন, রাজশাহীর এক হাজার ৭২০ জন, বরিশালের এক হাজার ২৬ জন, সিলেটের ৯৪০ জন, দিনাজপুরের দুই হাজার ২৪৭ জন, কুমিল্লার দুই হাজার ৬১৮ জন, ময়মনসিংহের ৯৭৮ জন এবং যশোরে এক হাজার ৮৩৪ জন।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৬৫ হাজার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল। আর কারগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ১৯ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৮৭২ জন কেন্দ্রে আসেনি।
আর বহিষ্কৃত পরীক্ষার্থীর মধ্যে তিনজন বরিশাল বোর্ডের এবং একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাঁচজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
প্রথমদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র, কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য সারাদেশে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এরমধ্যে দশ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র এবং দশ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।
মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ২৯ হাজার ৭৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট তিন হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে। গত বছরের চেয়ে এবার ২০৭টি প্রতিষ্ঠান এবং ২০টি কেন্দ্র বেড়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে ৩০ মে শেষ হবে। মাদ্রাসার তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শুরু হয়ে ৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
রাজধানীতে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র
রোববার, ৩০ এপ্রিল ২০২৩
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ‘সুষ্ঠু ও সৃশঙ্খল’ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতে ‘সার্বিক পরিস্থিতি সন্তোষজনক’ ছিল বলে জানানো হয়েছে। দেশের কোন পরীক্ষা কেন্দ্রেই ‘অপ্রীতিকর’ ঘটনার তথ্য পায়নি আন্তঃশিক্ষা বোর্ড। তবে রাজধানীসহ কয়েকটি এলাকায় ‘অপ্রীতিকর’ ঘটনার খবর পাওয়া গেছে।
‘অপ্রীতিকর’ ঘটনা
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় পরীক্ষার শুরুতে কেন্দ্র পরিদর্শনের সময় প্রায় ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও করেন তার ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া। পরে অবশ্য ওই ভিডিও নিজের আইডি থেকে মুছে ফেলেন শাহাদাত।
কিশোরগঞ্জের ভৈরবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেয়ায় বাসের নিচে আত্মহত্যার চেষ্টা করেছে দুই এসএসসি পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে এক সংবাদকর্মীর সহযোগিতায় দুই পরীক্ষার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ইউএনও সাদিকুর রহমান সবুজ অভিভাবকদের ডেকে দু’জনকে তাদের কাছে বুঝিয়ে দেন।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ওই দুই শিক্ষার্থীকে দুপুর ২টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বন্ধুরা জানায়। পরে সকাল ১০টার দিকে জানতে পারে পরীক্ষার সময়সূচি সকাল ১০টায়। বেলা পৌনে ১১টার দিকে সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ছুটে গেলে কর্তৃপক্ষ দু’জনকে ঢুকতে দেয়নি।
পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি পরীক্ষার প্রথমদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন যান। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১০টায় পরীক্ষার শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কিন্তু মন্ত্রী কেন্দ্রে যাওয়ায় অনেক পরীক্ষার্থীকে তাড়াহুড়া করে কেন্দ্রে প্রবেশ করতে হয়। এ কারণে মন্ত্রণালয়ের নির্দেশনাও ঠিকমতো প্রতিপালন হয়নি বলে কেন্দ্রটির একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন। কেন্দ্র পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই; তবে কেউ ‘গুজব’ রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মন্ত্রী।
প্রশ্নপত্র বিতরণকেন্দ্রিক দুই একটি ‘ভুল’ হয়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, সেগুলো ‘অনিচ্ছাকৃত’ ভুল। তবে গতবার অনিচ্ছাকৃতভাবে যে কয়েকটি জায়গায় বিতরণে ভুল হয়েছে তাদের কিন্তু ‘কড়া মাশুল’ দিতে হয়েছে। তাই পরীক্ষাকেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকেন তাদের যেন কোনভাবে ভুল না হয় সে বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
করোনা মহামারীর পর এবার যারা পরীক্ষা দিচ্ছে তারা সার্বিক প্রস্তুতির সময় পেয়েছে-উল্লেখ করে দীপু মনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্রিক সার্বিক বিষয়গুলো গতবছর আমরা আরেকটু এগিয়ে আনতে পারতাম। কিন্তু সে সময় হঠাৎ বন্যার কারণে কিছুটা পিছিয়ে আসতে হয়েছে। গত বছরের থেকে এবার আমরা এগিয়ে এনেছি; সামনে বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি।’
বোর্ডভিত্তিক অনুপস্থিত শিক্ষার্থী
এসএসসি পরীক্ষার প্রথমদিন সারাদেশে ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী কেন্দ্রে আসেনি বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চার হাজার ২২২ জন, চট্টগ্রামের এক হাজার ৬০৭ জন, রাজশাহীর এক হাজার ৭২০ জন, বরিশালের এক হাজার ২৬ জন, সিলেটের ৯৪০ জন, দিনাজপুরের দুই হাজার ২৪৭ জন, কুমিল্লার দুই হাজার ৬১৮ জন, ময়মনসিংহের ৯৭৮ জন এবং যশোরে এক হাজার ৮৩৪ জন।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৬৫ হাজার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল। আর কারগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ১৯ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৮৭২ জন কেন্দ্রে আসেনি।
আর বহিষ্কৃত পরীক্ষার্থীর মধ্যে তিনজন বরিশাল বোর্ডের এবং একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাঁচজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
প্রথমদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র, কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য সারাদেশে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এরমধ্যে দশ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র এবং দশ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।
মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ২৯ হাজার ৭৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট তিন হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে। গত বছরের চেয়ে এবার ২০৭টি প্রতিষ্ঠান এবং ২০টি কেন্দ্র বেড়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে ৩০ মে শেষ হবে। মাদ্রাসার তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ২৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শুরু হয়ে ৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।