খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থায়নে গাইডিং সম্প্রসারন কর্মসূচি আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(০৮ই জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় স্থানীয় গালর্স গাইডস এসোশিয়েশন পানছড়ি উপজেলা শাখা এ আয়োজন করে।
বাংলাদেশ গালর্স গাইডস এসোশিয়েশন খাগড়াছড়ি জেলা গাইড কমিশনার মিস শ্রীলা তালুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা।
আলোচনায় প্রধান অতিথি পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, গালর্স গাইড প্রত্যাক মেয়েদের আস্থা ও প্রজ্ঞা তৈরী করতে গুরত্বপুর্ন ভুমিকা রাখে। সম্পুর্ন ধর্মীয় অনুশাসন মেনে চলা সম্ভব। এখন সরকারি পরিপত্রে জারি করা আছে সরকারি-বেসরকারি প্রত্যক প্রতিষ্ঠানে বাধ্যতামূলক গালর্স গাইড দল গঠন করতে হবে। শষ্ঠা, দেশের কর্তব্যবোধ, আত্মনির্ভশীল বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সহায়ক হিসেবে কাজ করবে।
বাংলাদেশ গালর্স গাইডস এসোশিয়েশন খাগড়াছড়ি জেলা গাইড কমিশনার মিস শ্রীলা তালুদার বলেন, গালর্স গাইডস দেশে-বিদেশে অত্যন্ত দক্ষতার সাথে সুনাম অর্জন করছে। ১৪৬টি দেশে গালর্স গাইডস কার্যক্রম রয়েছে। প্রত্যক মেয়েকে প্রজ্ঞার সাথে নেতৃত্ব তৈরী করা। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ-বিশ^বিদ্যালয় পর্যন্ত দক্ষ গাইডিং গড়ে তোলা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের টেকনিক্যল শাখায় ট্রেড শিক্ষক সৌমিত্র চাকমা, পানছড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ চাইথোয়াই মারমা, ট্রেড ইন্সট্রাক্টর রিসিয়া চাকমা, জানদয় চাকমা, পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক মো: মাইন উদ্দিনসহ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকরা।
বাংলাদেশ গালর্স গাইডস এসোশিয়েশন, চট্টগ্রাম অঞ্জল অর্থ বছর ২০২২-২০২৩সাল বরাদ্ধকৃত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
শীত মৌসুমে উপজেলায় স্থানীয়, আজ্ঞলিক, জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে গালর্স গাইডস ক্যাম্প প্রশিক্ষনে প্রত্যক প্রতিষ্টান অংশ গ্রহনের আহবান জানান।
এসময় এলাকার কারিগরি ও মাদ্রাসা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্কাউটিং রোভার সংশ্লিষ্ঠরা অংশগ্রহন করে।
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থায়নে গাইডিং সম্প্রসারন কর্মসূচি আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(০৮ই জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় স্থানীয় গালর্স গাইডস এসোশিয়েশন পানছড়ি উপজেলা শাখা এ আয়োজন করে।
বাংলাদেশ গালর্স গাইডস এসোশিয়েশন খাগড়াছড়ি জেলা গাইড কমিশনার মিস শ্রীলা তালুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা।
আলোচনায় প্রধান অতিথি পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, গালর্স গাইড প্রত্যাক মেয়েদের আস্থা ও প্রজ্ঞা তৈরী করতে গুরত্বপুর্ন ভুমিকা রাখে। সম্পুর্ন ধর্মীয় অনুশাসন মেনে চলা সম্ভব। এখন সরকারি পরিপত্রে জারি করা আছে সরকারি-বেসরকারি প্রত্যক প্রতিষ্ঠানে বাধ্যতামূলক গালর্স গাইড দল গঠন করতে হবে। শষ্ঠা, দেশের কর্তব্যবোধ, আত্মনির্ভশীল বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সহায়ক হিসেবে কাজ করবে।
বাংলাদেশ গালর্স গাইডস এসোশিয়েশন খাগড়াছড়ি জেলা গাইড কমিশনার মিস শ্রীলা তালুদার বলেন, গালর্স গাইডস দেশে-বিদেশে অত্যন্ত দক্ষতার সাথে সুনাম অর্জন করছে। ১৪৬টি দেশে গালর্স গাইডস কার্যক্রম রয়েছে। প্রত্যক মেয়েকে প্রজ্ঞার সাথে নেতৃত্ব তৈরী করা। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ-বিশ^বিদ্যালয় পর্যন্ত দক্ষ গাইডিং গড়ে তোলা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের টেকনিক্যল শাখায় ট্রেড শিক্ষক সৌমিত্র চাকমা, পানছড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ চাইথোয়াই মারমা, ট্রেড ইন্সট্রাক্টর রিসিয়া চাকমা, জানদয় চাকমা, পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক মো: মাইন উদ্দিনসহ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকরা।
বাংলাদেশ গালর্স গাইডস এসোশিয়েশন, চট্টগ্রাম অঞ্জল অর্থ বছর ২০২২-২০২৩সাল বরাদ্ধকৃত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
শীত মৌসুমে উপজেলায় স্থানীয়, আজ্ঞলিক, জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে গালর্স গাইডস ক্যাম্প প্রশিক্ষনে প্রত্যক প্রতিষ্টান অংশ গ্রহনের আহবান জানান।
এসময় এলাকার কারিগরি ও মাদ্রাসা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্কাউটিং রোভার সংশ্লিষ্ঠরা অংশগ্রহন করে।