বাংলাদেশের টিভি নাটকের অন্যতম নন্দিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাবেক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। ‘বিশ্বাস করিবো কারে’ শিরোনামের এই নাটকে মোশাররফ করিম ও ফারিয়া শাহরিন আবারো অভিনয় করেছেন একসঙ্গে। এতে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই। গত সোমবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনা করেছেন সোহেল হাসান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ নাটকে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জুঁই। প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছে ফারিয়া শাহরিন। নাটকটির গল্পটা একটু অন্যরকম। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি যে কী না সবাইকে বিশ্বাস করে। বিশ^াস করতে গিয়েই যতো ঝামেলার সৃষ্টি হয়। এগিয়ে যায় গল্প। সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন করেছেন পরিচালক। আশা করছি ভালোলাগবে দর্শকের।’
ফারিয়া শাহরিন বলেন, ‘এর আগে আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে সাদা মানুষ, জমজ-১৫’ নাটকে অভিনয় করেছি। বিশেষত সুমন আনোয়ার ভাইয়ের সাদা মানুষ-নাটকে অভিনয়ের জন্য এখনো দেশ বিদেশ থেকে অনেক দর্শকের সাড়া পাই। তো আবারো প্রিয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি বিশ্বাস করিবো কারে-নাটকে। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ন। তারসঙ্গে অভিনয় করলে অভিনয় অটোম্যাটিক্যালি ভালো হয়ে যায়।
তিনি শুটিং-এর সময় অভিনয়ে ভুল হলে ভুল ধরিয়ে দেন, স্ক্রিপ্ট পড়ার সময় উচ্চারণ ভুল হলে তা ঠিক করে দেন, এক্সপ্রেসন কী হতে পারে সেটাও শিখিয়ে দেন। এটা মোশাররফ ভাই তা মন থেকে করেন যাতে কাজটা ভালো হয়।’
পরিচালক সোহেল হাসান জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে মোশাররফ করিম জানান আগামী বৃহস্পতিবার তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেবেন।
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের টিভি নাটকের অন্যতম নন্দিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাবেক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। ‘বিশ্বাস করিবো কারে’ শিরোনামের এই নাটকে মোশাররফ করিম ও ফারিয়া শাহরিন আবারো অভিনয় করেছেন একসঙ্গে। এতে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই। গত সোমবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনা করেছেন সোহেল হাসান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ নাটকে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জুঁই। প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছে ফারিয়া শাহরিন। নাটকটির গল্পটা একটু অন্যরকম। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি যে কী না সবাইকে বিশ্বাস করে। বিশ^াস করতে গিয়েই যতো ঝামেলার সৃষ্টি হয়। এগিয়ে যায় গল্প। সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন করেছেন পরিচালক। আশা করছি ভালোলাগবে দর্শকের।’
ফারিয়া শাহরিন বলেন, ‘এর আগে আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে সাদা মানুষ, জমজ-১৫’ নাটকে অভিনয় করেছি। বিশেষত সুমন আনোয়ার ভাইয়ের সাদা মানুষ-নাটকে অভিনয়ের জন্য এখনো দেশ বিদেশ থেকে অনেক দর্শকের সাড়া পাই। তো আবারো প্রিয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি বিশ্বাস করিবো কারে-নাটকে। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ন। তারসঙ্গে অভিনয় করলে অভিনয় অটোম্যাটিক্যালি ভালো হয়ে যায়।
তিনি শুটিং-এর সময় অভিনয়ে ভুল হলে ভুল ধরিয়ে দেন, স্ক্রিপ্ট পড়ার সময় উচ্চারণ ভুল হলে তা ঠিক করে দেন, এক্সপ্রেসন কী হতে পারে সেটাও শিখিয়ে দেন। এটা মোশাররফ ভাই তা মন থেকে করেন যাতে কাজটা ভালো হয়।’
পরিচালক সোহেল হাসান জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে মোশাররফ করিম জানান আগামী বৃহস্পতিবার তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেবেন।