বিয়ে বিষয়ক জটিল একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সবার বিয়ে’। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। রোম্যান্টিক-কমেডি ধাঁচের এই নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শায়লা সাবি। মাঝে বেশ কিছু দিন বিরতিতে ছিলেন শায়লা সাবি। সেটা কাটিয়েই ফিরলেন কাজে। আর হাস্যরসে ভরা গল্পে কাজটি করে তিনি উচ্ছ্বসিত। নির্মাতা রুবেল হাসান বললেন, ‘গল্পটা বন্ধুত্ব ও ভালোবাসার। এর সঙ্গে আছে হাস্যরস। আমার বিশ্বাস, দর্শক উপভোগ করবেন।’ ‘সবার বিয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন শাহবাজ সানি, জান্নাতুল ফেরদৌস কাজল, ইশরাক, সমু চৌধুরী, মিলি বাশার, আমিন আজাদ, শেলী আহসান, আনিস বাপ্পী, অনুভব মাহবুব, শওকত শোভন প্রমুখ। ক্লাব ইলেভেন-এর ইউটিউব চ্যানেলে চলতি মাসেই নাটকটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
বিয়ে বিষয়ক জটিল একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সবার বিয়ে’। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। রোম্যান্টিক-কমেডি ধাঁচের এই নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শায়লা সাবি। মাঝে বেশ কিছু দিন বিরতিতে ছিলেন শায়লা সাবি। সেটা কাটিয়েই ফিরলেন কাজে। আর হাস্যরসে ভরা গল্পে কাজটি করে তিনি উচ্ছ্বসিত। নির্মাতা রুবেল হাসান বললেন, ‘গল্পটা বন্ধুত্ব ও ভালোবাসার। এর সঙ্গে আছে হাস্যরস। আমার বিশ্বাস, দর্শক উপভোগ করবেন।’ ‘সবার বিয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন শাহবাজ সানি, জান্নাতুল ফেরদৌস কাজল, ইশরাক, সমু চৌধুরী, মিলি বাশার, আমিন আজাদ, শেলী আহসান, আনিস বাপ্পী, অনুভব মাহবুব, শওকত শোভন প্রমুখ। ক্লাব ইলেভেন-এর ইউটিউব চ্যানেলে চলতি মাসেই নাটকটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।