বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক রিয়াজ বর্তমানে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফরম ‘আই স্ক্রিন’র দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনাতেই এগিয়ে যাচ্ছে ‘আই স্ক্রিন’। মেধাবী নির্মাতাদের তিনি এই প্লাটফরমে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। অনেক শিল্পীর মতো রিয়াজেরও স্বপ্ন আছে নিজেই একটি সিনেমা নির্মাণ করার।
কিন্তু সেই সিনেমা নির্মাণেরও যথাযথ সময় হয়নি তার, জানালেন রিয়াজ। রিয়াজ বলেন, ‘সত্যি বলতে কী একটি সিনেমা নির্মাণের আগ্রহ তো রয়েছেই। কিন্তু অন্যের প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে আগ্রহী নই। কারণ সিনেমা নির্মাণ করব কিন্তু এরপর অর্থ ফেরত দেয়ার গ্যারান্টিটা দিতে পারব না।
যদি সেই গ্যারান্টিই না দিতে পারি, তাহলে নিজের প্রযোজিত সিনেমার দিয়েই সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করব। তখন আসলে কোনো চাপ থাকবে না। কাজটা মনের মতো করা যাবে। এটা নিশ্চিত যে সেই সিনেমায় দেশ প্রেম থাকবে, সাধারণ মানুষের জীবনের গল্প থাকবে। দেখা যাক সেই সময়টা আসলে কবে আসে। তবে এটা সত্যি আমি সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছি।’
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক রিয়াজ বর্তমানে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফরম ‘আই স্ক্রিন’র দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনাতেই এগিয়ে যাচ্ছে ‘আই স্ক্রিন’। মেধাবী নির্মাতাদের তিনি এই প্লাটফরমে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। অনেক শিল্পীর মতো রিয়াজেরও স্বপ্ন আছে নিজেই একটি সিনেমা নির্মাণ করার।
কিন্তু সেই সিনেমা নির্মাণেরও যথাযথ সময় হয়নি তার, জানালেন রিয়াজ। রিয়াজ বলেন, ‘সত্যি বলতে কী একটি সিনেমা নির্মাণের আগ্রহ তো রয়েছেই। কিন্তু অন্যের প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে আগ্রহী নই। কারণ সিনেমা নির্মাণ করব কিন্তু এরপর অর্থ ফেরত দেয়ার গ্যারান্টিটা দিতে পারব না।
যদি সেই গ্যারান্টিই না দিতে পারি, তাহলে নিজের প্রযোজিত সিনেমার দিয়েই সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করব। তখন আসলে কোনো চাপ থাকবে না। কাজটা মনের মতো করা যাবে। এটা নিশ্চিত যে সেই সিনেমায় দেশ প্রেম থাকবে, সাধারণ মানুষের জীবনের গল্প থাকবে। দেখা যাক সেই সময়টা আসলে কবে আসে। তবে এটা সত্যি আমি সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছি।’