‘কী ধ্বনি বাজে, গহন চেতনা মাঝে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার্ষিক নাট্যোৎসবের পর্দা উঠল। গত রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিনের এই উৎসবে প্রথম দিনে দুপুর ১২টায় ‘রাধামন ধনপুদি’, সন্ধ্যা ৬টায় ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ নাটক মঞ্চায়িত হয়। গতকাল দুপুরে ও সন্ধ্যায় একই সময়ে ‘রক্ত কদম’ ও ‘তপস্বী তরঙ্গিনী’ নাটক দুটি মঞ্চায়িত হয় এবং আজ একই সময়ে ‘মিস জুলি’ ও ‘জমালয়ে এক বেলা’ নাটক দুটি মঞ্চায়ন হবে।
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
‘কী ধ্বনি বাজে, গহন চেতনা মাঝে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার্ষিক নাট্যোৎসবের পর্দা উঠল। গত রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিনের এই উৎসবে প্রথম দিনে দুপুর ১২টায় ‘রাধামন ধনপুদি’, সন্ধ্যা ৬টায় ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ নাটক মঞ্চায়িত হয়। গতকাল দুপুরে ও সন্ধ্যায় একই সময়ে ‘রক্ত কদম’ ও ‘তপস্বী তরঙ্গিনী’ নাটক দুটি মঞ্চায়িত হয় এবং আজ একই সময়ে ‘মিস জুলি’ ও ‘জমালয়ে এক বেলা’ নাটক দুটি মঞ্চায়ন হবে।