দীর্ঘদিন থেকে গান লিখেন রিপন মাহমুদ। বেশ কিছু প্রশংসিত গানও রয়েছে তার। এবার প্রথমবারের মতো লিখলেন টেলিফিল্ম। এর নাম ‘ফাঁকি’। টেলিফিল্মটি গল্প ভাবনা ও পরিচালনা রাশেদ শামীম স্যামের। আর এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, টিপু সুলতান, জয়রাজ, সানজিদা মিলা, সাদমান সামীরসহ আরো অনেকেই।
পারিবারিক ভুল বোঝাবুঝি আর সংকট নিয়ে রচিত এ নাটকটি। নাটক প্রসঙ্গে রিপন মাহমুদ বললেন, ‘গান লেখার পাশাপাশি নাটক/টেলিফিল্ম লেখার ইচ্ছেটা দীর্ঘ দিনের কিন্তু তার জন্য যথেষ্ট সময় দরকার তাই সময় নিয়েই শুরু করেছি তবে আমি খুবই ভাগ্যমান যে আমার লেখা প্রথম টেলিফিল্মটি চ্যানেল আইয়ের মতো বড় একটি চ্যানেলে প্রচারিত হবে। এর জন্য ধন্যবাদ জানাতে চাই পরিচালক রাশেদ শামীম স্যাম ও চ্যানেল আইকে।
আশা করি আমার গানের মতোই টেলিফিল্মটিও সাদরে গ্রহণ করবে দর্শকরা।’
পরিচালক বলেন, ‘টেলিফিল্মটিতে একটি পরিবারের নানা ধরনের ভুল বোঝাবুঝি ও সমাধানের বিষয় তুলে ধরা হয়েছে। দর্শকরা গল্পটিতে বাস্তবতার ছাপ খোঁজে পাবে। আসছে ঈদে চ্যানেল আই-এর ঈদ আয়োজনে প্রচারিত হবে টেলিফিল্মটি।’
সোমবার, ১১ মার্চ ২০২৪
দীর্ঘদিন থেকে গান লিখেন রিপন মাহমুদ। বেশ কিছু প্রশংসিত গানও রয়েছে তার। এবার প্রথমবারের মতো লিখলেন টেলিফিল্ম। এর নাম ‘ফাঁকি’। টেলিফিল্মটি গল্প ভাবনা ও পরিচালনা রাশেদ শামীম স্যামের। আর এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, টিপু সুলতান, জয়রাজ, সানজিদা মিলা, সাদমান সামীরসহ আরো অনেকেই।
পারিবারিক ভুল বোঝাবুঝি আর সংকট নিয়ে রচিত এ নাটকটি। নাটক প্রসঙ্গে রিপন মাহমুদ বললেন, ‘গান লেখার পাশাপাশি নাটক/টেলিফিল্ম লেখার ইচ্ছেটা দীর্ঘ দিনের কিন্তু তার জন্য যথেষ্ট সময় দরকার তাই সময় নিয়েই শুরু করেছি তবে আমি খুবই ভাগ্যমান যে আমার লেখা প্রথম টেলিফিল্মটি চ্যানেল আইয়ের মতো বড় একটি চ্যানেলে প্রচারিত হবে। এর জন্য ধন্যবাদ জানাতে চাই পরিচালক রাশেদ শামীম স্যাম ও চ্যানেল আইকে।
আশা করি আমার গানের মতোই টেলিফিল্মটিও সাদরে গ্রহণ করবে দর্শকরা।’
পরিচালক বলেন, ‘টেলিফিল্মটিতে একটি পরিবারের নানা ধরনের ভুল বোঝাবুঝি ও সমাধানের বিষয় তুলে ধরা হয়েছে। দর্শকরা গল্পটিতে বাস্তবতার ছাপ খোঁজে পাবে। আসছে ঈদে চ্যানেল আই-এর ঈদ আয়োজনে প্রচারিত হবে টেলিফিল্মটি।’