প্রায় অর্ধশত কণ্ঠশিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান তুলে দিলেও এই প্রথম গান গাইলেন গীতিকবি ও সুরকার ফকির হজরত শাহ্। ‘বেশরম’ শিরোনামের গানটির কথা ও সুর তার নিজেরই। গানটির মিউজিক করেছেন রিয়েল আশিক। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন বিএম সাইফুল ইসলাম। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন রাজ এবং নওশীন। অচিরেই গানটি রিলিজ হবে আরফ্রি টিউন ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন ফকির হযরত শাহ্।
তিনি বলেন, ‘গান লেখার অভিজ্ঞতা অনেক আগে থেকেই কিন্ত গাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। আমি চেষ্টা করেছি গান ভালো করার, বাকিটা শ্রোতাদের উপর। আশা করছি গানটি সবার ভালো লাগবে। গানবাজনা যেহেতু আমার রক্তে মিশে আছে, জীবনের শেষ দিন পর্যন্ত গানের সাথেই থাকতে চাই।’
শুক্রবার, ১০ মে ২০২৪
প্রায় অর্ধশত কণ্ঠশিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান তুলে দিলেও এই প্রথম গান গাইলেন গীতিকবি ও সুরকার ফকির হজরত শাহ্। ‘বেশরম’ শিরোনামের গানটির কথা ও সুর তার নিজেরই। গানটির মিউজিক করেছেন রিয়েল আশিক। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন বিএম সাইফুল ইসলাম। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন রাজ এবং নওশীন। অচিরেই গানটি রিলিজ হবে আরফ্রি টিউন ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন ফকির হযরত শাহ্।
তিনি বলেন, ‘গান লেখার অভিজ্ঞতা অনেক আগে থেকেই কিন্ত গাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। আমি চেষ্টা করেছি গান ভালো করার, বাকিটা শ্রোতাদের উপর। আশা করছি গানটি সবার ভালো লাগবে। গানবাজনা যেহেতু আমার রক্তে মিশে আছে, জীবনের শেষ দিন পর্যন্ত গানের সাথেই থাকতে চাই।’