দেশের অন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর মতো বাংলাদেশ টেলিভিশনেও থাকছে ঈদের বিশেষ আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে সরকারি গণমাধ্যমটি প্রচার করবে বিশেষ তিনটি একক ও একটি চার পর্বের ধারাবাহিক নাটক। বিটিভি কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় নাটক ‘মধুযাত্রা’।
এ নাটকটিতে অভিনয় করেছেন নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজি রোকন, ফাহমিদা শারমিনসহ অনেকে।
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বদরুল আনাম সৌদের রচনা ও আল মামুনের প্রযোজনায় নাটক ‘অবিরাম দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ।
ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সুজাত শিমুলের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘প্রায়শ্চিত্ত’। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, শুভাশিস ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল।
চার মূর্তিএই তিনটি একক নাটক ছাড়াও ঈদের আগের দিন থেকে ৩য় দিন পর্যন্ত রোজ বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে রাইসুল ইসলাম অনিকের রচনা ও আল মামুনের প্রযোজনায় ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। নাটকটিতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।
মঙ্গলবার, ১১ জুন ২০২৪
দেশের অন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর মতো বাংলাদেশ টেলিভিশনেও থাকছে ঈদের বিশেষ আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে সরকারি গণমাধ্যমটি প্রচার করবে বিশেষ তিনটি একক ও একটি চার পর্বের ধারাবাহিক নাটক। বিটিভি কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় নাটক ‘মধুযাত্রা’।
এ নাটকটিতে অভিনয় করেছেন নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজি রোকন, ফাহমিদা শারমিনসহ অনেকে।
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বদরুল আনাম সৌদের রচনা ও আল মামুনের প্রযোজনায় নাটক ‘অবিরাম দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ।
ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সুজাত শিমুলের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘প্রায়শ্চিত্ত’। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, শুভাশিস ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল।
চার মূর্তিএই তিনটি একক নাটক ছাড়াও ঈদের আগের দিন থেকে ৩য় দিন পর্যন্ত রোজ বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে রাইসুল ইসলাম অনিকের রচনা ও আল মামুনের প্রযোজনায় ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। নাটকটিতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।