গত ২৩ জুলাই কানাডা চলে যাওয়ার কথা ছিল ববিতার। কিন্তু দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার কারণে ববিতা এবার নির্ধারিত সময়ে কানাডা যেতে পারেননি। হাসপাতালে দুদিন থাকতে হয়েছে তাকে। তবে ববিতা এখন সুস্থ আছেন। তবে এবার ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করা হচ্ছে না এ নায়িকার। কারণ আজকেই ববিতার জন্মদিন। এদিকে আগামী ৫ আগস্ট ‘ববিতা দিবস’।
গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে শুধু ববিতা অভিনীত সিনেমাই প্রদর্শিত হয়েছিল। তাকে দেয়া হয়েছিল আজীবন সম্মাননা। টেক্সাসের রিচার্ডসন সিটির মেয়র বব ডুবের হাত থেকে ববিতা এ সম্মাননা গ্রহণ করেছিলেন। পাশাপাশি সেই সময়ই উৎসবে তার সম্মানে ৫ আগস্টকে ‘ববিতা দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন ডালাসের সিটি মেয়র। প্রতি বছর ডালাসে দিনটি ‘ববিতা দিবস’ হিসেবে উদযাপিত হবে।
ববিতা জানান শরীরটা আরেকটু ভালো অনুভব করলেই তিনি কানাডার উদ্দেশে রওয়ানা হবেন। ববিতা বলেন, ‘জন্মদিনতো আসলে সেভাবে উদযাপন করা হয় না। এবার অনিক বলেছিল জন্মদিনে আমাকে নানা ধরনের সারপ্রাইজ দিবে। কিন্তু তা আর হয়ে উঠল না। তাই ঢাকায় নিজের বাসাতেই জন্মদিনের পুরোটা প্রহর কাটবে। আমার বড় বোন ছোট বোনসহ পরিবারের অন্য সদস্যরাতো আছেই। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন।
আর গত বছর ডালাসে ববিতা দিবসের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমাকে এবং আমার প্রিয় বাংলাদেশকে যে সম্মাননা জানানো হলো তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত। আমি কোনো দিন কখনো কল্পনা করিনি জীবনে এমন মুহূর্ত আসবে।’ ববিতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা। বাংলাদেশের পতাকা যার হাত ধরে প্রথম বিশ্বের কোনো চলচ্চিত্র উৎসবে উড়েছে তিনি সেইজন।
বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্ককারপ্রাপ্ত নায়িকা ববিতা পেয়েছেন ‘আজীবন সম্মাননা’ও। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড়শ সিনেমাতে অভিনয় করেছেন।
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
গত ২৩ জুলাই কানাডা চলে যাওয়ার কথা ছিল ববিতার। কিন্তু দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার কারণে ববিতা এবার নির্ধারিত সময়ে কানাডা যেতে পারেননি। হাসপাতালে দুদিন থাকতে হয়েছে তাকে। তবে ববিতা এখন সুস্থ আছেন। তবে এবার ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করা হচ্ছে না এ নায়িকার। কারণ আজকেই ববিতার জন্মদিন। এদিকে আগামী ৫ আগস্ট ‘ববিতা দিবস’।
গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে শুধু ববিতা অভিনীত সিনেমাই প্রদর্শিত হয়েছিল। তাকে দেয়া হয়েছিল আজীবন সম্মাননা। টেক্সাসের রিচার্ডসন সিটির মেয়র বব ডুবের হাত থেকে ববিতা এ সম্মাননা গ্রহণ করেছিলেন। পাশাপাশি সেই সময়ই উৎসবে তার সম্মানে ৫ আগস্টকে ‘ববিতা দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন ডালাসের সিটি মেয়র। প্রতি বছর ডালাসে দিনটি ‘ববিতা দিবস’ হিসেবে উদযাপিত হবে।
ববিতা জানান শরীরটা আরেকটু ভালো অনুভব করলেই তিনি কানাডার উদ্দেশে রওয়ানা হবেন। ববিতা বলেন, ‘জন্মদিনতো আসলে সেভাবে উদযাপন করা হয় না। এবার অনিক বলেছিল জন্মদিনে আমাকে নানা ধরনের সারপ্রাইজ দিবে। কিন্তু তা আর হয়ে উঠল না। তাই ঢাকায় নিজের বাসাতেই জন্মদিনের পুরোটা প্রহর কাটবে। আমার বড় বোন ছোট বোনসহ পরিবারের অন্য সদস্যরাতো আছেই। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন।
আর গত বছর ডালাসে ববিতা দিবসের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমাকে এবং আমার প্রিয় বাংলাদেশকে যে সম্মাননা জানানো হলো তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত। আমি কোনো দিন কখনো কল্পনা করিনি জীবনে এমন মুহূর্ত আসবে।’ ববিতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা। বাংলাদেশের পতাকা যার হাত ধরে প্রথম বিশ্বের কোনো চলচ্চিত্র উৎসবে উড়েছে তিনি সেইজন।
বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্ককারপ্রাপ্ত নায়িকা ববিতা পেয়েছেন ‘আজীবন সম্মাননা’ও। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড়শ সিনেমাতে অভিনয় করেছেন।