‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো কালজয়ী সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে আছেন নির্মাতা জেমস ক্যামেরন। এবার ইতিহাসেরই ভয়াবহ অধ্যায় পর্দায় ফুটিতে তুলতে যাচ্ছেন এই পরিচালক। হিরোশিমার ভয়াবহ কাহিনী তুলে ধরবেন তিনি।
নতুন সিনেমার পরিকল্পনা সেরেছেন জেমস ক্যামেরন। নতুন সিনেমার জন্য কিনেও ফেলেছেন একটি বইয়ের স্বত্ব। চার্লস পেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনেছেন এই নির্মাতা। তবে মজার ব্যাপার হলো, বইটি এখনো প্রকাশিত হয়নি। হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলায় যারা জীবিত যারা ছিলেন তাদের বহন করতে হয়েছিল মরণযন্ত্রণা।
ইতিহাসের এই ভয়াবহতাকে এখনও বয়ে চলেছেন জাপানের মানুষ। সিনেমাটি নিয়ে এখনও বেশি কিছু জানাননি ক্যামেরন। নতুন বইটি ২০২৫ সালে প্রকাশ হওয়ার পর তিনি সিনেমার মূল কাজ শুরু করবেন বলে জানা গেছে।
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো কালজয়ী সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে আছেন নির্মাতা জেমস ক্যামেরন। এবার ইতিহাসেরই ভয়াবহ অধ্যায় পর্দায় ফুটিতে তুলতে যাচ্ছেন এই পরিচালক। হিরোশিমার ভয়াবহ কাহিনী তুলে ধরবেন তিনি।
নতুন সিনেমার পরিকল্পনা সেরেছেন জেমস ক্যামেরন। নতুন সিনেমার জন্য কিনেও ফেলেছেন একটি বইয়ের স্বত্ব। চার্লস পেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনেছেন এই নির্মাতা। তবে মজার ব্যাপার হলো, বইটি এখনো প্রকাশিত হয়নি। হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলায় যারা জীবিত যারা ছিলেন তাদের বহন করতে হয়েছিল মরণযন্ত্রণা।
ইতিহাসের এই ভয়াবহতাকে এখনও বয়ে চলেছেন জাপানের মানুষ। সিনেমাটি নিয়ে এখনও বেশি কিছু জানাননি ক্যামেরন। নতুন বইটি ২০২৫ সালে প্রকাশ হওয়ার পর তিনি সিনেমার মূল কাজ শুরু করবেন বলে জানা গেছে।