নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’ মঞ্চায়ন হবে। তার আগে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার প্রতিবাদে হবে আলোচনা। সেই কথা জানার পর নাট্যদলের হলবরাদ্দ বাতিল করেছিল শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এমনকি পরে আর কখনও হল বরাদ্দ দেওয়া হয়নি দলটিকে। আট বছর পর অবশেষে শিল্পকলা একাডেমিতে ফিরছে সেই নাটক। আসছে ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ শিল্পকলা
একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন মঞ্চে নাটকটির পরপর দুটি মঞ্চায়ন হবে।
২০১৬ সালের ২০ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে ছিল ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের মঞ্চায়ন। সব প্রস্তুতি শেষ করেছিল নাট্যদল তীরন্দাজ রেপার্টরি। নাটক মঞ্চায়নের আগে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি প্রতিবাদী প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছিল দলটি। সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা নিয়ে সোচ্চার হয়েছিল দেশের পরিবেশবাদী এবং রাজনৈতিক প্লাটফর্মগুলো।
তাই নাটক মঞ্চায়নের আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘বাকবিতণ্ডা ও বাহাস’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করে তীরন্দাজ। ওই বাহাসে আলোচক ছিলেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তার আলোচনা শুনতে ও নাটকটি উপভোগ করতে সেদিন বহু দর্শক উপস্থিত হয়েছিলেন শিল্পকলায়; কিন্তু বাধ সাধে শিল্পকলা একাডেমি প্রশাসন। আলোচনা শুরুর আগে অনুমতি নেওয়া হয়নি, এমন কারণ দেখিয়ে ‘আয়োজন করা যাবে না’ বলে নির্দেশ জারি হয়। ভেস্তে যায় আলোচনা পর্ব। এমনকি মঞ্চায়নের আগ মুহূর্তে নাটকটির জন্য হলের বরাদ্দও বাতিল করা হয়। ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল নাট্যাঙ্গনে।
ওই ঘটনা নিয়ে প্রতিবাদের পর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে শিল্পকলা একাডেমি জানায়, নাটক বন্ধ নয়, জোরপূর্বক অনির্ধারিত তথাকথিত ‘সুন্দরবন চুরি বিষয়ক বাকবিতণ্ডা ও বাহাস’ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। এরপর শিল্পকলা একাডেমিতে দলটিকে আর নাটকের জন্য জায়গা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে দলের সদস্য দীপক সুমন বলেন, ‘আমরা আবেদন করে গেছি। কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। এমনকি ওই দিনের হল ভাড়ার যে টাকা দিয়েছিলাম, সেটাও রিফান্ড করেনি।’ ৫০০ ও ৩০০ টাকা দর্শনীর বিনিময়ে নাটকটি উপভোগ করতে পারবেন যে কেউ। তবে ছাত্র-ছাত্রীদের জন্য নাটকের টিকিটের দাম মাত্র ১০০ টাকা।
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’ মঞ্চায়ন হবে। তার আগে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার প্রতিবাদে হবে আলোচনা। সেই কথা জানার পর নাট্যদলের হলবরাদ্দ বাতিল করেছিল শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এমনকি পরে আর কখনও হল বরাদ্দ দেওয়া হয়নি দলটিকে। আট বছর পর অবশেষে শিল্পকলা একাডেমিতে ফিরছে সেই নাটক। আসছে ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ শিল্পকলা
একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন মঞ্চে নাটকটির পরপর দুটি মঞ্চায়ন হবে।
২০১৬ সালের ২০ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে ছিল ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের মঞ্চায়ন। সব প্রস্তুতি শেষ করেছিল নাট্যদল তীরন্দাজ রেপার্টরি। নাটক মঞ্চায়নের আগে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি প্রতিবাদী প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছিল দলটি। সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা নিয়ে সোচ্চার হয়েছিল দেশের পরিবেশবাদী এবং রাজনৈতিক প্লাটফর্মগুলো।
তাই নাটক মঞ্চায়নের আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘বাকবিতণ্ডা ও বাহাস’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করে তীরন্দাজ। ওই বাহাসে আলোচক ছিলেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তার আলোচনা শুনতে ও নাটকটি উপভোগ করতে সেদিন বহু দর্শক উপস্থিত হয়েছিলেন শিল্পকলায়; কিন্তু বাধ সাধে শিল্পকলা একাডেমি প্রশাসন। আলোচনা শুরুর আগে অনুমতি নেওয়া হয়নি, এমন কারণ দেখিয়ে ‘আয়োজন করা যাবে না’ বলে নির্দেশ জারি হয়। ভেস্তে যায় আলোচনা পর্ব। এমনকি মঞ্চায়নের আগ মুহূর্তে নাটকটির জন্য হলের বরাদ্দও বাতিল করা হয়। ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল নাট্যাঙ্গনে।
ওই ঘটনা নিয়ে প্রতিবাদের পর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে শিল্পকলা একাডেমি জানায়, নাটক বন্ধ নয়, জোরপূর্বক অনির্ধারিত তথাকথিত ‘সুন্দরবন চুরি বিষয়ক বাকবিতণ্ডা ও বাহাস’ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। এরপর শিল্পকলা একাডেমিতে দলটিকে আর নাটকের জন্য জায়গা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে দলের সদস্য দীপক সুমন বলেন, ‘আমরা আবেদন করে গেছি। কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। এমনকি ওই দিনের হল ভাড়ার যে টাকা দিয়েছিলাম, সেটাও রিফান্ড করেনি।’ ৫০০ ও ৩০০ টাকা দর্শনীর বিনিময়ে নাটকটি উপভোগ করতে পারবেন যে কেউ। তবে ছাত্র-ছাত্রীদের জন্য নাটকের টিকিটের দাম মাত্র ১০০ টাকা।