অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী সামিরা খান মাহি। এই জুটির অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে বলে জানান তারা। পরিচালক মহিন খানের নির্দেশনায় ‘বিয়ে করবো সিলেট’-এ নাটকে অভিনয় করেন তারা। সেই ধারাবাহিকতায় এবার তারা দুজন মহিন খানের পরিচালনায় মালয়েশিয়ায় আরো একটি নাটকের শুটিং করছেন। মহিন খানের রচনা ও পরিচালনায় নাম চুড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ সম্পন্ন হয়েছে।
মহিন খান বলেন,‘ নাটকের গল্পে দেখা যাবে যে সুজানার প্রেমের টানে সিরাজ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায়। সেখানে গিয়েই বিভিন্ন নাটকীয় মুহুর্তের মুখোমুখি হয় সুজানা ও সিরাজ। নাটকে দুজনই দারুন অভিনয় করেছেন।’ নিলয় আলমগীর বলেন,‘ মহিন একজন মেধাবী পরিচালক এবং পরিশ্রমী।
তার প্রতিটি কাজে এতো বেশি শ্রম দেয়, সাথে আমরাও তাকে সর্বাত্বক সহযোগিতা করি, যে কারণে তার কাজগুলো বেশ পরিপাটি গুছানো হয়। সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটকটি আশা করছি ভালোলাগবে দর্শকের।’
সামিরা খান মাহি বলেন,‘ এর আগেও মহিন ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। বিয়ে করবো সিলেট-নাটকে অভিনয়ের জন্য খুব সাড়া পেয়েছি। এই নাটকটিরও গল্প দারুন। আমি সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটক নিয়ে খুব আশাবাদী।’
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী সামিরা খান মাহি। এই জুটির অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে বলে জানান তারা। পরিচালক মহিন খানের নির্দেশনায় ‘বিয়ে করবো সিলেট’-এ নাটকে অভিনয় করেন তারা। সেই ধারাবাহিকতায় এবার তারা দুজন মহিন খানের পরিচালনায় মালয়েশিয়ায় আরো একটি নাটকের শুটিং করছেন। মহিন খানের রচনা ও পরিচালনায় নাম চুড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ সম্পন্ন হয়েছে।
মহিন খান বলেন,‘ নাটকের গল্পে দেখা যাবে যে সুজানার প্রেমের টানে সিরাজ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায়। সেখানে গিয়েই বিভিন্ন নাটকীয় মুহুর্তের মুখোমুখি হয় সুজানা ও সিরাজ। নাটকে দুজনই দারুন অভিনয় করেছেন।’ নিলয় আলমগীর বলেন,‘ মহিন একজন মেধাবী পরিচালক এবং পরিশ্রমী।
তার প্রতিটি কাজে এতো বেশি শ্রম দেয়, সাথে আমরাও তাকে সর্বাত্বক সহযোগিতা করি, যে কারণে তার কাজগুলো বেশ পরিপাটি গুছানো হয়। সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটকটি আশা করছি ভালোলাগবে দর্শকের।’
সামিরা খান মাহি বলেন,‘ এর আগেও মহিন ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। বিয়ে করবো সিলেট-নাটকে অভিনয়ের জন্য খুব সাড়া পেয়েছি। এই নাটকটিরও গল্প দারুন। আমি সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটক নিয়ে খুব আশাবাদী।’