চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী’র নতুন সিনেমার নাম ‘দেনা পাওনা’। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি থেকে এই সিনেমার শুটিং চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে ‘দেনা পাওনা’ নামেই সিনেমাটি নির্মিত হবে।
সাদেক সিদ্দিকী জানালেন, প্রথমে যাকে ভেবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম শেষ পর্যন্ত তাকে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। অর্থাৎ প্রার্থনা ফারদিন দীঘি’কে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। নির্মাতা জানান, এরইমধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি।
দীঘি বলেন,‘ বিগত দুই বছর ধরেই এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিলো। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেল’র কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা আছে এই কাজটি করার।
আমার কাছে মনে হচ্ছে সাদেক সিদ্দিকী আঙ্কেলের পুরো টিম বেশ আন্তরিকতা নিয়ে ভীষণ গুছিয়ে কাজটি করবেন, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে এবং দর্শক যেন ভীষণ আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তি পর হলে গিয়ে উপভোগ করেন।’ ‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী’র নতুন সিনেমার নাম ‘দেনা পাওনা’। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি থেকে এই সিনেমার শুটিং চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে ‘দেনা পাওনা’ নামেই সিনেমাটি নির্মিত হবে।
সাদেক সিদ্দিকী জানালেন, প্রথমে যাকে ভেবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম শেষ পর্যন্ত তাকে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। অর্থাৎ প্রার্থনা ফারদিন দীঘি’কে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। নির্মাতা জানান, এরইমধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি।
দীঘি বলেন,‘ বিগত দুই বছর ধরেই এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিলো। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেল’র কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা আছে এই কাজটি করার।
আমার কাছে মনে হচ্ছে সাদেক সিদ্দিকী আঙ্কেলের পুরো টিম বেশ আন্তরিকতা নিয়ে ভীষণ গুছিয়ে কাজটি করবেন, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে এবং দর্শক যেন ভীষণ আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তি পর হলে গিয়ে উপভোগ করেন।’ ‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।