গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের পুরস্কার উৎসব শুরু হলিউডে। এবারের মৌসুমের প্রথম গুরুত্বপূর্ণ পুরস্কার অনুষ্ঠান এটাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে চলছে ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের শেষ মুহূর্তের প্রস্তুতি। ‘হলিউডের বর্ষসেরা পার্টি’ হিসেবে সুপরিচিত গোল্ডেন গ্লোবস ।
হলিউডে প্রতিবছর পুরস্কার মৌসুমের সূচনা হিসেবে দেখা হয়ে থাকে এই আয়োজনকে। সাধারণত কোনও চলচ্চিত্র কিংবা অভিনয়শিল্পী গোল্ডেন গ্লোবস জিতলে তাদের জন্য অস্কারের সম্ভাবনা বেড়ে যায়। কারণ সেগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন অ্যাকাডেমি সদস্যরা। ফলে যেসব চলচ্চিত্র গোল্ডেন গ্লোবস জিতবে সেগুলোর জন্য আগামী মার্চ মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকা সহজ হয়ে যেতে পারে৷ ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজগুলোকে উদযাপন করার বৃহৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটি।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে। ইতোমধ্যে গোল্ডেন গ্লোবসের লালগালিচা বসে গেছে। গত ২ জানুয়ারি লালগালিচা খোলার আয়োজনে একসঙ্গে ছবি তুলেছেন গোল্ডেন গ্লোবসের বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্সের (ডিসিপি) নির্বাহী সহ-সভাপতি ব্যারি অ্যাডেলম্যান, গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা, এবারের আসরের সঞ্চালক নিকি গ্লেজার, নির্বাহী প্রযোজক এমি অ্যাওয়ার্ড জয়ী গ্লেন ওয়াইস ও রিকি কার্শনার। এমি, গ্র্যামি ও গোল্ডেন গ্লোবস মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথম একক নারী হিসেবে এই দায়িত্ব সামলে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। তার পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আছে! সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স বিভাগে এইচবিওর ‘নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই’র জন্য মনোনীত হয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা। ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের ২৭টি প্রতিযোগিতামূলক বিভাগের সম্মান বিজয়ীদের হাতে তুলে দেবেন বিভিন্ন দেশের প্রথম সারির তারকারা।
গত ২ জানুয়ারি তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। তারা হলেন কলিন ফারেল, কোলম্যান ডমিঙ্গো, ডেমি মুর, ডোয়াইন জনসন, নিকোলাস কেজ, শ্যারন স্টোন, ভিন ডিজেল, সালমা হায়েক, অ্যান্ড্রুগারফিল্ড, অ্যান্টনি ম্যাকি, অ্যান্টনি রামোস, আনিয়া টেলর-জয়, আরিয়ানা ডিবোজ, অব্রি প্লাজা, আউলি ক্রাভালহো, অকোয়াফিনা, ব্র্যান্ডি কার্লাইল, ক্যাথেরিন ও’হারা, এডগার রামিরেজ, এলটন জন, গল গ্যাডট, গ্লেন ক্লোজ, জেফ গোল্ডব্লাম, জেনিফার কুলিজ, ক্যালি কুকো, কেট হাডসন, ক্যাথি বেটস, কি হুই কোয়ান, কেরি ওয়াশিংটন,
মার্গারেট কোয়ালি, মেলিসা ম্যাককার্থি, মাইকেল কিটন, মিশেল ইয়ো, মাইলস টেলার, মিন্ডি ক্যালিং, মরিস চেস্টনাট, নেট বারগাটসি, র্যাচেল ব্রসনাহ্যান, রব ম্যাকএলহেনি, সারাহ পলসন, সেথ রোজেন, ভায়োলা ডেভিস ও জোয়ি ক্র্যাভিৎজ।
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টায় বেভারলি হিলটন হোটেল থেকে সিবিএস-এর মাধ্যমে ১৮৫টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হয় লালগালিচাময় জমকালো অনুষ্ঠানটি।
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫
গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের পুরস্কার উৎসব শুরু হলিউডে। এবারের মৌসুমের প্রথম গুরুত্বপূর্ণ পুরস্কার অনুষ্ঠান এটাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে চলছে ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের শেষ মুহূর্তের প্রস্তুতি। ‘হলিউডের বর্ষসেরা পার্টি’ হিসেবে সুপরিচিত গোল্ডেন গ্লোবস ।
হলিউডে প্রতিবছর পুরস্কার মৌসুমের সূচনা হিসেবে দেখা হয়ে থাকে এই আয়োজনকে। সাধারণত কোনও চলচ্চিত্র কিংবা অভিনয়শিল্পী গোল্ডেন গ্লোবস জিতলে তাদের জন্য অস্কারের সম্ভাবনা বেড়ে যায়। কারণ সেগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন অ্যাকাডেমি সদস্যরা। ফলে যেসব চলচ্চিত্র গোল্ডেন গ্লোবস জিতবে সেগুলোর জন্য আগামী মার্চ মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকা সহজ হয়ে যেতে পারে৷ ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজগুলোকে উদযাপন করার বৃহৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটি।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে। ইতোমধ্যে গোল্ডেন গ্লোবসের লালগালিচা বসে গেছে। গত ২ জানুয়ারি লালগালিচা খোলার আয়োজনে একসঙ্গে ছবি তুলেছেন গোল্ডেন গ্লোবসের বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্সের (ডিসিপি) নির্বাহী সহ-সভাপতি ব্যারি অ্যাডেলম্যান, গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা, এবারের আসরের সঞ্চালক নিকি গ্লেজার, নির্বাহী প্রযোজক এমি অ্যাওয়ার্ড জয়ী গ্লেন ওয়াইস ও রিকি কার্শনার। এমি, গ্র্যামি ও গোল্ডেন গ্লোবস মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথম একক নারী হিসেবে এই দায়িত্ব সামলে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। তার পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আছে! সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স বিভাগে এইচবিওর ‘নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই’র জন্য মনোনীত হয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা। ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের ২৭টি প্রতিযোগিতামূলক বিভাগের সম্মান বিজয়ীদের হাতে তুলে দেবেন বিভিন্ন দেশের প্রথম সারির তারকারা।
গত ২ জানুয়ারি তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। তারা হলেন কলিন ফারেল, কোলম্যান ডমিঙ্গো, ডেমি মুর, ডোয়াইন জনসন, নিকোলাস কেজ, শ্যারন স্টোন, ভিন ডিজেল, সালমা হায়েক, অ্যান্ড্রুগারফিল্ড, অ্যান্টনি ম্যাকি, অ্যান্টনি রামোস, আনিয়া টেলর-জয়, আরিয়ানা ডিবোজ, অব্রি প্লাজা, আউলি ক্রাভালহো, অকোয়াফিনা, ব্র্যান্ডি কার্লাইল, ক্যাথেরিন ও’হারা, এডগার রামিরেজ, এলটন জন, গল গ্যাডট, গ্লেন ক্লোজ, জেফ গোল্ডব্লাম, জেনিফার কুলিজ, ক্যালি কুকো, কেট হাডসন, ক্যাথি বেটস, কি হুই কোয়ান, কেরি ওয়াশিংটন,
মার্গারেট কোয়ালি, মেলিসা ম্যাককার্থি, মাইকেল কিটন, মিশেল ইয়ো, মাইলস টেলার, মিন্ডি ক্যালিং, মরিস চেস্টনাট, নেট বারগাটসি, র্যাচেল ব্রসনাহ্যান, রব ম্যাকএলহেনি, সারাহ পলসন, সেথ রোজেন, ভায়োলা ডেভিস ও জোয়ি ক্র্যাভিৎজ।
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টায় বেভারলি হিলটন হোটেল থেকে সিবিএস-এর মাধ্যমে ১৮৫টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হয় লালগালিচাময় জমকালো অনুষ্ঠানটি।