অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি মন দিয়েছেন সিনেমায়। আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক ‘শেষটা তুমি’। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে অভিনয় করেন স্পর্শিয়া। এতে তার প্রেমিক চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। নির্মাতা জানান, ‘শেষটা তুমি’তে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে। নির্মাতা মনে করেন, ‘এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। চিত্রনাট্যে অনেকগুলো উত্থান-পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষটা তুমি’সহ রোজার ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক, যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে।
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি মন দিয়েছেন সিনেমায়। আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক ‘শেষটা তুমি’। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে অভিনয় করেন স্পর্শিয়া। এতে তার প্রেমিক চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। নির্মাতা জানান, ‘শেষটা তুমি’তে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে। নির্মাতা মনে করেন, ‘এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। চিত্রনাট্যে অনেকগুলো উত্থান-পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষটা তুমি’সহ রোজার ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক, যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে।