অভিনয়-গানে এক সময় নিয়মিত ছিলেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। এবারের ঈদুল ফিতরে একাধিক অনুষ্ঠান নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। তাকে অনুষ্ঠান উপস্থাপনাও করতে দেখা যাবে, আবার অতিথি হিসেবেও। জানা গেছে, আসন্ন ঈদে গাজী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’। এটি উপস্থাপনা করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া প্রায় দুই দশক পর তাকে দেখা যাবে বিটিভির ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে। উপস্থাপনার বাইরে তাকে তিনটি চ্যানেলে অতিথি হিসেবে দেখা যাবে। ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘এবার ঈদের বেশ কিছু অনুষ্ঠান করেছি। গাজী টিভিতে প্রতিবছর ঈদেই ‘পুষ্টি ঈদের রান্না’ অনুষ্ঠানটি উপস্থাপনা করি। এবারের মজার বিষয় হচ্ছে, সাত দিন সাতটি দেশের রান্নার রেসিপি দেখানো হবে। তা ছাড়া বিটিভিতে প্রায় ২০ বছর পর অনুষ্ঠান করেছি। এটা আমার অন্য রকম এক ভালো লাগার জায়গা। সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে।’ উপস্থাপনায় দেখা গেলেও এবার তাকে অভিনয়ে কিংবা গানে পাওয়া যাবে না বলে জানালেন তিনি। বললেন, ‘আমি তো কাজ করতেই চাই।কিন্তু সে রকম কোনো কাজ আসেনি করার মতো। তা ছাড়া গানের প্রতি তো আমার অন্য রকম এক দুর্বলতা আছে, চাই নতুন কিছু গান করতে। দেখা যাক কী হয়।’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
অভিনয়-গানে এক সময় নিয়মিত ছিলেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। এবারের ঈদুল ফিতরে একাধিক অনুষ্ঠান নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। তাকে অনুষ্ঠান উপস্থাপনাও করতে দেখা যাবে, আবার অতিথি হিসেবেও। জানা গেছে, আসন্ন ঈদে গাজী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’। এটি উপস্থাপনা করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া প্রায় দুই দশক পর তাকে দেখা যাবে বিটিভির ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে। উপস্থাপনার বাইরে তাকে তিনটি চ্যানেলে অতিথি হিসেবে দেখা যাবে। ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘এবার ঈদের বেশ কিছু অনুষ্ঠান করেছি। গাজী টিভিতে প্রতিবছর ঈদেই ‘পুষ্টি ঈদের রান্না’ অনুষ্ঠানটি উপস্থাপনা করি। এবারের মজার বিষয় হচ্ছে, সাত দিন সাতটি দেশের রান্নার রেসিপি দেখানো হবে। তা ছাড়া বিটিভিতে প্রায় ২০ বছর পর অনুষ্ঠান করেছি। এটা আমার অন্য রকম এক ভালো লাগার জায়গা। সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে।’ উপস্থাপনায় দেখা গেলেও এবার তাকে অভিনয়ে কিংবা গানে পাওয়া যাবে না বলে জানালেন তিনি। বললেন, ‘আমি তো কাজ করতেই চাই।কিন্তু সে রকম কোনো কাজ আসেনি করার মতো। তা ছাড়া গানের প্রতি তো আমার অন্য রকম এক দুর্বলতা আছে, চাই নতুন কিছু গান করতে। দেখা যাক কী হয়।’