আগামী ঈদে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি পিলার সং করা হয়েছে যা আগামী ঈদের দিন থেকেই প্রচার শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার, সুরকার কবির বকুল। ‘ঈদ মোবারক’ শিরোনামের এই গানটি কবির বকুলের লেখা ও সুর করা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত চার তারকা সংগীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, সালমা, লিজা ও রাজীব। এরই মধ্যে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত ‘বাংলাদেশ বেতার’এর অফিসে গানটির রেকর্ড করা হয়। রেকর্ডিং-এ শিল্পীরা একসঙ্গেই অংশগ্রহণ করেন। গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে সাব্বির জামান বলেন, ‘গীতিকার হিসেবে বকুল ভাইয়ের লেখা গানের প্রশংসা আসলে নতুন করে বলার কিছু নেই। গানটি এমনভাবে লেখা যা প্রতি ঈদেই সবসময় বেতারে প্রচার করা যাবে। গানটি তারই সুর করা। যেহেতু তিনি নিজেই গানটি লিখেছেন, তিনিই তার নিজের মনের মতো সুর করেছেন। গাইতেও ভীষণ ভালো লেগেছে। একটা ভীষণ আনন্দ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আমরা গানটিতে কণ্ঠ দিয়েছি।’ সালমা বলেন, ‘ঈদ মোবারক নামটার মধ্যেইতো আসলে ভীষণ আনন্দের বিষয় কাজ করে। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পর যখন আমাদের জীবনে ঈদ আসে, তখন সবার মধ্যেই আসলে আনন্দ বয়ে যায়। ঈদ মোবারক গানটার মধ্যে সেই আনন্দ, সেই ভালো লাগার ব্যাপারটা আছে।’ লিজা বলেন, ‘শ্রদ্ধেয় বকুল ভাইয়ের লেখা দশটিরও বেশি মৌলিক গান আমি গেয়েছি। তার লেখা প্রতিটি গানই আমার কাছে বিশেষ।
ঈদ মোবারক গানটিও ঠিক তাই। তার লেখা ও সুরের মধ্যে সমন্বয়টা এক কথায় দারুণ। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ রাজীব বলেন, ‘কবির বকুল ভাই সিনেমার গানে এবং আধুনিক গানের অনবদ্য গীতিকার। তার বহু হিট গান রয়েছে। অত্যন্ত বিনয়ী একজন মানুষ তিনি। তার গান করতে পারাটাও একটা বাড়তি আনন্দ। ঈদ মোবারক ঈদের আনন্দ বয়ে নিয়ে আসবে শ্রোতাদের মাঝে এমনটাই প্রত্যাশা।’
শনিবার, ২২ মার্চ ২০২৫
আগামী ঈদে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি পিলার সং করা হয়েছে যা আগামী ঈদের দিন থেকেই প্রচার শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার, সুরকার কবির বকুল। ‘ঈদ মোবারক’ শিরোনামের এই গানটি কবির বকুলের লেখা ও সুর করা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত চার তারকা সংগীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, সালমা, লিজা ও রাজীব। এরই মধ্যে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত ‘বাংলাদেশ বেতার’এর অফিসে গানটির রেকর্ড করা হয়। রেকর্ডিং-এ শিল্পীরা একসঙ্গেই অংশগ্রহণ করেন। গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে সাব্বির জামান বলেন, ‘গীতিকার হিসেবে বকুল ভাইয়ের লেখা গানের প্রশংসা আসলে নতুন করে বলার কিছু নেই। গানটি এমনভাবে লেখা যা প্রতি ঈদেই সবসময় বেতারে প্রচার করা যাবে। গানটি তারই সুর করা। যেহেতু তিনি নিজেই গানটি লিখেছেন, তিনিই তার নিজের মনের মতো সুর করেছেন। গাইতেও ভীষণ ভালো লেগেছে। একটা ভীষণ আনন্দ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আমরা গানটিতে কণ্ঠ দিয়েছি।’ সালমা বলেন, ‘ঈদ মোবারক নামটার মধ্যেইতো আসলে ভীষণ আনন্দের বিষয় কাজ করে। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পর যখন আমাদের জীবনে ঈদ আসে, তখন সবার মধ্যেই আসলে আনন্দ বয়ে যায়। ঈদ মোবারক গানটার মধ্যে সেই আনন্দ, সেই ভালো লাগার ব্যাপারটা আছে।’ লিজা বলেন, ‘শ্রদ্ধেয় বকুল ভাইয়ের লেখা দশটিরও বেশি মৌলিক গান আমি গেয়েছি। তার লেখা প্রতিটি গানই আমার কাছে বিশেষ।
ঈদ মোবারক গানটিও ঠিক তাই। তার লেখা ও সুরের মধ্যে সমন্বয়টা এক কথায় দারুণ। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ রাজীব বলেন, ‘কবির বকুল ভাই সিনেমার গানে এবং আধুনিক গানের অনবদ্য গীতিকার। তার বহু হিট গান রয়েছে। অত্যন্ত বিনয়ী একজন মানুষ তিনি। তার গান করতে পারাটাও একটা বাড়তি আনন্দ। ঈদ মোবারক ঈদের আনন্দ বয়ে নিয়ে আসবে শ্রোতাদের মাঝে এমনটাই প্রত্যাশা।’