ঈদের আনন্দ দিয়েই শুরু হয়েছে এপ্রিল মাস। এই মাসে ওটিটিতে মুক্তি পাবে বলিউডের বেশ কিছু সিনেমা ও সিরিজ। ঘরে বসেই দেখে নিতে পারবেন পছন্দের সিনেমা-সিরিজ। সেই চারটি সিনেমা-সিরিজের বিভিন্ন তথ্য গুলো জেনে নেই। ‘ছাবা’: গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। লক্ষ্মণ উতেকর পরিচালিত ঐতিহাসিক ড্রামাধর্মী ছবিটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ১১ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি। ‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় দেখা গেছে। ‘সুপারবয়েজ অব মালেগাঁও’: গত ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুপারবয়েজ অব মালেগাঁও’। সিনেমাটি পরিচালনা করেছেন রিমা কাগতি। মহারাষ্ট্রের নাসিক জেলার ছোট্ট একটি গ্রাম মালেগাঁও থেকে উঠে আসা নাসির শেখ ও তাঁর ফিল্ম মেকার বন্ধুদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রিমা কাগতি। ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’: ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সাইফ আলী খানের নতুন হেইস্ট থ্রিলার ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। ২৮ মার্চ এক্সে একটি পোস্টার শেয়ার করে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে নেটফ্লিক্স।সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ছবিটিতে সাইফের পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন জয়দীপ আহলাওয়াত। ছবিতে সাইফ একজন চোরের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে আরও রয়েছেন কুনাল কাপুর ও নিকিতা দত্ত। ‘লাভইয়াপা’: নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন আমির খান-পুত্র জুনাইদ খান। গত ৭ ফেব্রুয়ারি ‘লাভইয়াপা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই তারকা-পুত্রের। এই ছবিতে জুনাইদের নায়িকা ছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর। অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাভইয়াপা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
ঈদের আনন্দ দিয়েই শুরু হয়েছে এপ্রিল মাস। এই মাসে ওটিটিতে মুক্তি পাবে বলিউডের বেশ কিছু সিনেমা ও সিরিজ। ঘরে বসেই দেখে নিতে পারবেন পছন্দের সিনেমা-সিরিজ। সেই চারটি সিনেমা-সিরিজের বিভিন্ন তথ্য গুলো জেনে নেই। ‘ছাবা’: গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। লক্ষ্মণ উতেকর পরিচালিত ঐতিহাসিক ড্রামাধর্মী ছবিটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ১১ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি। ‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় দেখা গেছে। ‘সুপারবয়েজ অব মালেগাঁও’: গত ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুপারবয়েজ অব মালেগাঁও’। সিনেমাটি পরিচালনা করেছেন রিমা কাগতি। মহারাষ্ট্রের নাসিক জেলার ছোট্ট একটি গ্রাম মালেগাঁও থেকে উঠে আসা নাসির শেখ ও তাঁর ফিল্ম মেকার বন্ধুদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রিমা কাগতি। ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’: ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সাইফ আলী খানের নতুন হেইস্ট থ্রিলার ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। ২৮ মার্চ এক্সে একটি পোস্টার শেয়ার করে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে নেটফ্লিক্স।সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ছবিটিতে সাইফের পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন জয়দীপ আহলাওয়াত। ছবিতে সাইফ একজন চোরের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে আরও রয়েছেন কুনাল কাপুর ও নিকিতা দত্ত। ‘লাভইয়াপা’: নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন আমির খান-পুত্র জুনাইদ খান। গত ৭ ফেব্রুয়ারি ‘লাভইয়াপা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই তারকা-পুত্রের। এই ছবিতে জুনাইদের নায়িকা ছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর। অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাভইয়াপা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।