কানের ইতিহাসে এবারই প্রথম জোড়া অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা। এতে স্থান পেয়েছে দু’জন নারী-পুরুষের আলিঙ্গনের মুহূর্ত। মেঘাচ্ছন্ন আকাশের নিচে নির্জন সৈকতে তারা একে অন্যকে জড়িয়ে ধরেছেন। ফরাসি পরিচালক ক্লদ লোলুশের কালজয়ী সৃষ্টি ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) ছবির স্মরণীয় দৃশ্য এটি। পোস্টার দুটির মাধ্যমে দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। উৎসব আয়োজকদের দৃষ্টিতে, ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবিতে আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর একে অপরকে জড়িয়ে ধরা নিঃসন্দেহে সেলুলয়েডের সবচেয়ে স্মরণীয় আলিঙ্গন। একজন পুরুষ ও একজন নারীকে কখনোই আলাদা করা যায় না, যারা একে অপরকে ভালোবাসে। ছবিটির গল্পের পুরুষকেও তার প্রেমিকার কাছ থেকে আলাদা করা যায়নি। লে ফিল্মস থার্টিন প্রযোজিত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল জোড়া পোস্টারের গ্রাফিক ডিজাইন করেছে প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা। কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ এই দুটি পোস্টারের মতো চিরকাল আমাদের জীবনের চলচ্চিত্রকে আলোকিত করে যাবেন, যার রঙে ফুটে থাকে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসা আবেগপ্রবণ ভালোবাসার তীব্রতা।’ ৬০ বছর আগে ১৯৬৫ সালে ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির শুটিং হয়েছে। ১৯৬৬ সালে কান উৎসবে গ্রাঁ প্রিঁ (স্বর্ণপাম) জিতেছে এটি। ১৯৬৭ সালে সেরা গল্প ও চিত্রনাট্য বিভাগে এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে এই ছবি। এছাড়া বিশ্বজুড়ে কয়েক ডজন পুরস্কার পেয়েছে এটি। কান উৎসবে জ্যঁ-লুই ত্রাতিনোঁ ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা আর আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৩ মে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রেসিডেন্ট ছিলেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। আমেরিকান এই নির্মাতার স্থলাভিষিক্ত হলেন জুলিয়েট বিনোশ। কান উৎসবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন নারী অন্য নারীর রেখে যাওয়া মর্যাদাপূর্ণ মূল বিচারকের মশাল বহন করতে যাচ্ছেন এবার। ১৯৬৫ সালে কানে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অলিভিয়া ডি হাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে উৎসবটিতে বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন। ছয় দশক পর ফের এমন উদাহরণ সৃষ্টি হলো। অফিসিয়াল পোস্টারের জন্য আয়োজকরা বেছে নিলেন ঠিক ৬০ বছর আগের একটি চলচ্চিত্রের দৃশ্য! ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফরাসি উপকূলে এবারের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
কানের ইতিহাসে এবারই প্রথম জোড়া অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা। এতে স্থান পেয়েছে দু’জন নারী-পুরুষের আলিঙ্গনের মুহূর্ত। মেঘাচ্ছন্ন আকাশের নিচে নির্জন সৈকতে তারা একে অন্যকে জড়িয়ে ধরেছেন। ফরাসি পরিচালক ক্লদ লোলুশের কালজয়ী সৃষ্টি ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) ছবির স্মরণীয় দৃশ্য এটি। পোস্টার দুটির মাধ্যমে দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। উৎসব আয়োজকদের দৃষ্টিতে, ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবিতে আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর একে অপরকে জড়িয়ে ধরা নিঃসন্দেহে সেলুলয়েডের সবচেয়ে স্মরণীয় আলিঙ্গন। একজন পুরুষ ও একজন নারীকে কখনোই আলাদা করা যায় না, যারা একে অপরকে ভালোবাসে। ছবিটির গল্পের পুরুষকেও তার প্রেমিকার কাছ থেকে আলাদা করা যায়নি। লে ফিল্মস থার্টিন প্রযোজিত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল জোড়া পোস্টারের গ্রাফিক ডিজাইন করেছে প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা। কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ এই দুটি পোস্টারের মতো চিরকাল আমাদের জীবনের চলচ্চিত্রকে আলোকিত করে যাবেন, যার রঙে ফুটে থাকে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসা আবেগপ্রবণ ভালোবাসার তীব্রতা।’ ৬০ বছর আগে ১৯৬৫ সালে ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির শুটিং হয়েছে। ১৯৬৬ সালে কান উৎসবে গ্রাঁ প্রিঁ (স্বর্ণপাম) জিতেছে এটি। ১৯৬৭ সালে সেরা গল্প ও চিত্রনাট্য বিভাগে এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে এই ছবি। এছাড়া বিশ্বজুড়ে কয়েক ডজন পুরস্কার পেয়েছে এটি। কান উৎসবে জ্যঁ-লুই ত্রাতিনোঁ ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা আর আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৩ মে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রেসিডেন্ট ছিলেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। আমেরিকান এই নির্মাতার স্থলাভিষিক্ত হলেন জুলিয়েট বিনোশ। কান উৎসবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন নারী অন্য নারীর রেখে যাওয়া মর্যাদাপূর্ণ মূল বিচারকের মশাল বহন করতে যাচ্ছেন এবার। ১৯৬৫ সালে কানে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অলিভিয়া ডি হাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে উৎসবটিতে বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন। ছয় দশক পর ফের এমন উদাহরণ সৃষ্টি হলো। অফিসিয়াল পোস্টারের জন্য আয়োজকরা বেছে নিলেন ঠিক ৬০ বছর আগের একটি চলচ্চিত্রের দৃশ্য! ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফরাসি উপকূলে এবারের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।