ভারত-পাকিস্তান যুদ্ধ বা দুই দেশে হামলা নিয়ে বলিউড এর আগেও সিনেমা বানিয়েছে। সর্বশেষ ১৯৬৫ সালে সংঘটিত ভারত-পাকিস্তানের আকাশ যুদ্ধ নিয়ে বলিউড সিনেমা বানিয়েছে ‘স্কাই ফোর্স’। সেই ধারাবাহিকতায়, এবারের পাক-ভারতের হামলাকে কেন্দ্র করেও সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিল বলিউড। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় ৬ মে মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এরপরই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়ে বলিউডে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। তবে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। শুরু হয় বিতর্ক। ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার দুই দিনের মধ্যই অভিযান নিয়ে সিনেমার পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। পরিচালনা করার কথা ছিল উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তার। গত শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা। আর সেই পোস্টার দেখেই শুরু হয় জোর বিতর্ক। বিতর্কের মুখে সিনেমা বানাতে চাওয়া উত্তম মাহেশ্বরী ক্ষমা চেয়েছেন। এমনকি সরানো হয়েছে সিনেমার পোস্টার। এ বিষয়ে উত্তম মাহেশ্বরী বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’
সোমবার, ১২ মে ২০২৫
ভারত-পাকিস্তান যুদ্ধ বা দুই দেশে হামলা নিয়ে বলিউড এর আগেও সিনেমা বানিয়েছে। সর্বশেষ ১৯৬৫ সালে সংঘটিত ভারত-পাকিস্তানের আকাশ যুদ্ধ নিয়ে বলিউড সিনেমা বানিয়েছে ‘স্কাই ফোর্স’। সেই ধারাবাহিকতায়, এবারের পাক-ভারতের হামলাকে কেন্দ্র করেও সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিল বলিউড। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় ৬ মে মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এরপরই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়ে বলিউডে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। তবে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। শুরু হয় বিতর্ক। ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার দুই দিনের মধ্যই অভিযান নিয়ে সিনেমার পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। পরিচালনা করার কথা ছিল উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তার। গত শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা। আর সেই পোস্টার দেখেই শুরু হয় জোর বিতর্ক। বিতর্কের মুখে সিনেমা বানাতে চাওয়া উত্তম মাহেশ্বরী ক্ষমা চেয়েছেন। এমনকি সরানো হয়েছে সিনেমার পোস্টার। এ বিষয়ে উত্তম মাহেশ্বরী বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’