কোনো নতুন গান নেই, নেই কোনো গ্রুপ প্রমোশন কিংবা বিশ্বমঞ্চে ঝলমলে উপস্থিতি। তবুও কে-পপ দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে বিটিএস। ব্যান্ডের সবাই সামরিক পোশাকে থাকলেও এখনও শীর্ষে বিটিএস! মে ২০২৫-এ কোরিয়া ব্র্যান্ড রেপুটেশন ইনডেক্সে কে-পপ বয় গ্রুপদের মধ্যে টানা তিন মাস ধরে শীর্ষস্থান ধরে রেখেছে বিটিএস। এই বিরল কীর্তি কেবল তাদের জনপ্রিয়তাই নয়, বরং প্রমাণ করে বিশ্বমঞ্চে তাদের অপ্রতিরোধ্য ব্র্যান্ড শক্তির অসাধারণ দ্যুতি। বাধ্যতামূলক সামরিক পরিষেবার সময় বেশিরভাগ শিল্পী যেখানে আলোচনার বাইরে চলে যান, বিটিএস সেখানে উল্টো দিকেই চলছে। তারা শুধু টিকেই নেই, তারা এখনও শীর্ষে। বিশ্বজুড়ে একনিষ্ঠ ফ্যানবেস এবং বছরের পর
বছর ধরে গড়ে তোলা প্রভাব বিটিএসকে এমন একটি অবস্থানে রেখেছে, যেখানে তারা শারীরিকভাবে অনুপস্থিত থেকেও কে-পপ আলোচনা নেতৃত্ব দিচ্ছে। কোরিয়া ব্র্যান্ড রেপুটেশন ইনডেক্স অনুযায়ী, এপ্রিল ১০ থেকে মে ১০, ২০২৫ পর্যন্ত সংগৃহীত ডাটা বিশ্লেষণে বিটিএস ৭,৮১১,১০৮ ব্র্যান্ড পয়েন্ট অর্জন করেছে, যা তাদের প্রতিযোগীদের অনেকটা ছাড়িয়ে রেখেছে। এই র্যাঙ্কিং নির্ধারণে ফ্যান এনগেজমেন্ট, মিডিয়া এক্সপোজার, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং পাবলিক রিঅ্যাকশন প্রভৃতি বিবেচনা করা হয় এবং এসব ক্ষেত্রেই বিটিএস এখনো দানবীয় উপস্থিতি ধরে রেখেছে।সেভেন্টিন, যারা বছরের শুরুতে আধিপত্য করছিল, তারা ৫,৭২৯,২৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে। আর ৩,৩৮১,০৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিগ ব্যাং।
সোমবার, ১২ মে ২০২৫
কোনো নতুন গান নেই, নেই কোনো গ্রুপ প্রমোশন কিংবা বিশ্বমঞ্চে ঝলমলে উপস্থিতি। তবুও কে-পপ দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে বিটিএস। ব্যান্ডের সবাই সামরিক পোশাকে থাকলেও এখনও শীর্ষে বিটিএস! মে ২০২৫-এ কোরিয়া ব্র্যান্ড রেপুটেশন ইনডেক্সে কে-পপ বয় গ্রুপদের মধ্যে টানা তিন মাস ধরে শীর্ষস্থান ধরে রেখেছে বিটিএস। এই বিরল কীর্তি কেবল তাদের জনপ্রিয়তাই নয়, বরং প্রমাণ করে বিশ্বমঞ্চে তাদের অপ্রতিরোধ্য ব্র্যান্ড শক্তির অসাধারণ দ্যুতি। বাধ্যতামূলক সামরিক পরিষেবার সময় বেশিরভাগ শিল্পী যেখানে আলোচনার বাইরে চলে যান, বিটিএস সেখানে উল্টো দিকেই চলছে। তারা শুধু টিকেই নেই, তারা এখনও শীর্ষে। বিশ্বজুড়ে একনিষ্ঠ ফ্যানবেস এবং বছরের পর
বছর ধরে গড়ে তোলা প্রভাব বিটিএসকে এমন একটি অবস্থানে রেখেছে, যেখানে তারা শারীরিকভাবে অনুপস্থিত থেকেও কে-পপ আলোচনা নেতৃত্ব দিচ্ছে। কোরিয়া ব্র্যান্ড রেপুটেশন ইনডেক্স অনুযায়ী, এপ্রিল ১০ থেকে মে ১০, ২০২৫ পর্যন্ত সংগৃহীত ডাটা বিশ্লেষণে বিটিএস ৭,৮১১,১০৮ ব্র্যান্ড পয়েন্ট অর্জন করেছে, যা তাদের প্রতিযোগীদের অনেকটা ছাড়িয়ে রেখেছে। এই র্যাঙ্কিং নির্ধারণে ফ্যান এনগেজমেন্ট, মিডিয়া এক্সপোজার, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং পাবলিক রিঅ্যাকশন প্রভৃতি বিবেচনা করা হয় এবং এসব ক্ষেত্রেই বিটিএস এখনো দানবীয় উপস্থিতি ধরে রেখেছে।সেভেন্টিন, যারা বছরের শুরুতে আধিপত্য করছিল, তারা ৫,৭২৯,২৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে। আর ৩,৩৮১,০৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিগ ব্যাং।