ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার প্রতিযোগী এহতেশাম রোমেল। নিজের কথা ও সুরে তিনি গেয়েছেন ‘ঘুমের দেশে যাবি’ শিরোনামের গান। গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নিজের প্রথম মৌলিক গান নিয়ে রোমেল জানান, ‘প্রেমিক মনের অদ্ভুত বায়নার গান ‘ঘুমের দেশে যাবি’। জীবনের প্রথম গান তাই ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু গানটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। যার কারণেই গানের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি সকলের দোয়া চাই। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে। ভালোবাসার পরিভ্রমণে মানুষ চায় প্রিয়জনকে নিয়ে উজাড় উড়াল দিতে। যেতে যেতে সে পাড়ি দেয় বহুদূরের পথ। আর সেই যাত্রায় থাকে ঘুমের দেশটাও। গানে গানে এরকমই স্বপ্নের ভ্রমণ সাজিয়েছেন তিনি।
সোমবার, ৩০ জুন ২০২৫
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার প্রতিযোগী এহতেশাম রোমেল। নিজের কথা ও সুরে তিনি গেয়েছেন ‘ঘুমের দেশে যাবি’ শিরোনামের গান। গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নিজের প্রথম মৌলিক গান নিয়ে রোমেল জানান, ‘প্রেমিক মনের অদ্ভুত বায়নার গান ‘ঘুমের দেশে যাবি’। জীবনের প্রথম গান তাই ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু গানটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। যার কারণেই গানের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি সকলের দোয়া চাই। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে। ভালোবাসার পরিভ্রমণে মানুষ চায় প্রিয়জনকে নিয়ে উজাড় উড়াল দিতে। যেতে যেতে সে পাড়ি দেয় বহুদূরের পথ। আর সেই যাত্রায় থাকে ঘুমের দেশটাও। গানে গানে এরকমই স্বপ্নের ভ্রমণ সাজিয়েছেন তিনি।