দীর্ঘ বিরতির পর অবশেষে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মেয়েদের গানের দল ব্ল্যাকপিংক। বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে ৫ জুলাই ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের প্রথম কনসার্টে তারা উন্মোচন করবে নতুন গান। সিউলের উপকণ্ঠ গোইয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে হবে এই প্রতীক্ষিত কনসার্ট। দ্য কোরিয়ান টাইমস জানায়, দুই বছর আট মাস পর এই প্রথম নতুন গান আনছে ব্ল্যাকপিংক। রোজ, জেনি কিম, লিসা ও জিসু এই চার তারকা মিলে আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত। নতুন গানের ঘোষণা এসেছে একটি নাটকীয় টিজার ভিডিওর মাধ্যমে, যেখানে মরুভূমির মাঝে একটি ফোন বুথে রোজকে দেখা যায় কাউকে ফোন করতে। পরে একে একে বাকিরা যোগ দেন এবং একটি গাড়িতে করে রওনা দেন রোড ট্রিপে। টিজারটি যেন কোনো ওয়েস্টার্ন সিনেমার ট্রেলার। ভিডিওটি শুট করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার ও হলিউডের স্টুডিওতে। নির্মাণে যুক্ত ছিলেন একাধিক খ্যাতনামা পরিচালক। পুরো ট্যুরটি আয়োজন করছে ব্ল্যাকপিঙ্কের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ‘ডেডলাইন’ নামের এই ট্যুরের মাধ্যমে ব্ল্যাকপিংক পারফর্ম করবে বিশ্বের ১৬টি শহরে। আর ৫ ও ৬ জুলাই গোইয়াং কনসার্টে প্রথমবারের মতো সরাসরি শোনা যাবে নতুন গানটি। প্রসঙ্গত, টাইম ম্যাগাজিন ২০২২ সালে ব্ল্যাকপিংককে ঘোষণা করে ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’। ইউরোপ থেকে এশিয়া, কে-পপ উন্মাদনায় শ্রোতাদের হৃদয় জয় করে নেয়া এই ব্যান্ডের অনুরাগীদের বলা হয় ‘ব্লিংক’।
আর সেই ‘ব্লিংক’দের জন্যই এবার এক বিশাল উপহার, ফের একসঙ্গে গান নিয়ে ফিরে আসছেন রোজ, জেনি, লিসা ও জিসু।
সোমবার, ৩০ জুন ২০২৫
দীর্ঘ বিরতির পর অবশেষে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মেয়েদের গানের দল ব্ল্যাকপিংক। বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে ৫ জুলাই ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের প্রথম কনসার্টে তারা উন্মোচন করবে নতুন গান। সিউলের উপকণ্ঠ গোইয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে হবে এই প্রতীক্ষিত কনসার্ট। দ্য কোরিয়ান টাইমস জানায়, দুই বছর আট মাস পর এই প্রথম নতুন গান আনছে ব্ল্যাকপিংক। রোজ, জেনি কিম, লিসা ও জিসু এই চার তারকা মিলে আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত। নতুন গানের ঘোষণা এসেছে একটি নাটকীয় টিজার ভিডিওর মাধ্যমে, যেখানে মরুভূমির মাঝে একটি ফোন বুথে রোজকে দেখা যায় কাউকে ফোন করতে। পরে একে একে বাকিরা যোগ দেন এবং একটি গাড়িতে করে রওনা দেন রোড ট্রিপে। টিজারটি যেন কোনো ওয়েস্টার্ন সিনেমার ট্রেলার। ভিডিওটি শুট করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার ও হলিউডের স্টুডিওতে। নির্মাণে যুক্ত ছিলেন একাধিক খ্যাতনামা পরিচালক। পুরো ট্যুরটি আয়োজন করছে ব্ল্যাকপিঙ্কের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ‘ডেডলাইন’ নামের এই ট্যুরের মাধ্যমে ব্ল্যাকপিংক পারফর্ম করবে বিশ্বের ১৬টি শহরে। আর ৫ ও ৬ জুলাই গোইয়াং কনসার্টে প্রথমবারের মতো সরাসরি শোনা যাবে নতুন গানটি। প্রসঙ্গত, টাইম ম্যাগাজিন ২০২২ সালে ব্ল্যাকপিংককে ঘোষণা করে ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’। ইউরোপ থেকে এশিয়া, কে-পপ উন্মাদনায় শ্রোতাদের হৃদয় জয় করে নেয়া এই ব্যান্ডের অনুরাগীদের বলা হয় ‘ব্লিংক’।
আর সেই ‘ব্লিংক’দের জন্যই এবার এক বিশাল উপহার, ফের একসঙ্গে গান নিয়ে ফিরে আসছেন রোজ, জেনি, লিসা ও জিসু।