বাংলাদেশের সংগীতশিল্পী সালমা। এবার তার কণ্ঠের নতুন মৌলিক গান ‘দেখলে তোমায় হইগো পাগল’। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ঘরানার এই গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই গানের আগেও কিছুদিন আগে সালমার ও রাজুর কণ্ঠে প্রকাশিত হয়েছে আরও একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’। গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি। সালমা বলেন, ‘দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালো লাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আর মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরও দুটি গান আগেও গেয়েছি।’
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
বাংলাদেশের সংগীতশিল্পী সালমা। এবার তার কণ্ঠের নতুন মৌলিক গান ‘দেখলে তোমায় হইগো পাগল’। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ঘরানার এই গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই গানের আগেও কিছুদিন আগে সালমার ও রাজুর কণ্ঠে প্রকাশিত হয়েছে আরও একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’। গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি। সালমা বলেন, ‘দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালো লাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আর মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরও দুটি গান আগেও গেয়েছি।’